Latest News

6/recent/ticker-posts

Ad Code

মাধ্যমিকে জীবন বিজ্ঞানে ৯০-এ ৯০ পাওয়ার কৌশল! সাথে শেষ মুহূর্তে লাস্ট মিনিট সাজেশন দিলেন মালদহের শিক্ষক

Madhyamik 2026, Madhyamik Life Science Suggestion 2026, Life Science Last Minute Tips, Madhyamik Jiban Bigyan Suggestion, 

Madhyamik 2026, Madhyamik Life Science Suggestion 2026, Life Science Last Minute Tips, Madhyamik Jiban Bigyan Suggestion, Abhijit Lahiri, Laxmipur High School Malda, WBBSE Class 10 Life Science, Madhyamik Exam Strategy, মাধ্যমিক ২০২৬, জীবন বিজ্ঞান সাজেশন, মাধ্যমিক লাস্ট মিনিট সাজেশন, অভিজিৎ লাহিড়ী, মাধ্যমিক জীবন বিজ্ঞান টিপস, উত্তর লেখার কৌশল

নিজস্ব প্রতিবেদন: আর মাত্র কয়েকটা দিন, তারপরেই শুরু হতে চলেছে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীদের মনে এখন চরম ব্যস্ততা আর সামান্য উদ্বেগ। তবে সঠিক পরিকল্পনা এবং শেষ মুহূর্তের কিছু কৌশল অবলম্বন করলেই জীবন বিজ্ঞানের মতো বিষয়ে পুরো নম্বর তোলা সম্ভব। পরীক্ষার্থীদের সেই ভীতি কাটাতে এবং সাফল্যের চাবিকাঠি তুলে দিতে এগিয়ে এলেন মালদহের লক্ষ্মীপুর হাই স্কুলের বিশিষ্ট শিক্ষক অভিজিৎ লাহিড়ী।

তিনি জানান, "পরীক্ষা নিয়ে অকারণ ভীতি ঝেড়ে ফেলে ঠান্ডা মাথায় পরীক্ষা দিলেই সাফল্য আসবে। শেষ কটা দিন রাত না জেগে রুটিন মেনে রিভিশন দেওয়া জরুরি।" জীবন বিজ্ঞানে ৯০-এ ৯০ পাওয়ার জন্য তিনি কিছু বিশেষ টিপস এবং শেষ মুহূর্তের গুরুত্বপূর্ণ সাজেশনের তালিকা দিয়েছেন।

পরীক্ষা প্রস্তুতি ও হল-এর নিয়মকানুন: শিক্ষক অভিজিৎ লাহিড়ী পরীক্ষার্থীদের উদ্দেশ্যে জানান, যেসব বিষয়ে দুর্বলতা আছে, শেষ কদিন সেগুলোতে জোর দিতে হবে। প্রয়োজনে বাড়িতে ঘড়ি ধরে লেখা অভ্যাস করতে হবে।

পরীক্ষা কেন্দ্রে: অকারণ প্যানিক করবে না। নিজের সিট খুঁজে না পেলে বা কোনো সমস্যা হলে শিক্ষকদের সাহায্য নিতে হবে। জলের বোতল কখনোই খাতার পাশে রাখবে না, এতে খাতা ভিজে যাওয়ার ঝুঁকি থাকে।

প্রশ্ন পাওয়ার পর: প্রথম ১৫ মিনিট প্রশ্ন নির্বাচনে ব্যয় কর। কঠিন প্রশ্ন দেখে ঘাবড়াবে না। যেসব প্রশ্নের উত্তর আপনার সবচেয়ে ভালো জানা, সেগুলো চিহ্নিত কর (তবে প্রশ্নপত্রে দাগ দেবে না)।

খাতা সাজানো: খাতার প্রথম ২-৩টি পাতা অত্যন্ত পরিচ্ছন্ন হতে হবে। নীল ও কালো কালির পেন ব্যবহার কর। বামদিকে ও ওপরে মার্জিন এবং নিচে ও ডানদিকে কিছুটা ফাঁকা রাখ।

কাটাকুটি: ভুল হলে শুধু একটি দাগ দিয়ে কাট, হিজিবিজি করবে না।

উত্তর লেখার জাদুকরী টিপস:

বিভাগ 'ক': উত্তর পূর্ণ বাক্যে লিখ এবং সঠিক অপশন (A/B/C/D) উল্লেখ কর।

বিভাগ 'খ': শূন্যস্থান পূরণের ক্ষেত্রে পূর্ণ বাক্য ব্যবহার কর। বাম ও ডান স্তম্ভ মেলানোর সময় পাশাপাশি সঠিক উত্তর লিখ।

বিভাগ 'গ' (২ নম্বর): হেডিং ও সাব-হেডিং ব্যবহার কর। প্রয়োজনে রেখাচিত্র বা ফ্লো-চার্ট দাও। পার্থক্যের ক্ষেত্রে অন্তত ৩-৪টি পয়েন্ট লিখ। সংজ্ঞার সাথে উদাহরণ বা কাজ অবশ্যই দেবে।

বিভাগ 'ঘ' (৫ নম্বর): চিত্র আঁকার সময় পেন্সিল ব্যবহার কর এবং ডানদিকে পয়েন্টিং কর। চিত্র যেন বিজ্ঞানসম্মত হয়, শেড দেবে না। বড় প্রশ্নের উত্তর প্যারাগ্রাফ করে এবং সাব-হেডিং দিয়ে লিখ।

লাস্ট মিনিট সাজেশন (২০২৬) শিক্ষক অভিজিৎ লাহিড়ী জানান, জীবন বিজ্ঞানে খুঁটিয়ে প্রশ্ন হয়, তাই পাঠ্যবই পড়ার বিকল্প নেই। তবুও শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য বিগত কয়েক বছরের প্রশ্ন এবং নিচের এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিভাগ: ৫ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন

১. নিউরোন/ স্নায়ু কোশের একটি বিজ্ঞানসম্মত চিহ্নিত চিত্রাঙ্কন করো। ২. ক্যারিওকাইনেসিস-এর দ্বিতীয় (মেটাফেজ) ও তৃতীয় দশার (অ্যানাফেজ) বিজ্ঞানসম্মত চিত্র আঁকো। ৩. একটি আদর্শ ক্রোমোজোমের চিহ্নিত চিত্রাঙ্কন করো। ৪. একটি প্রতিবর্ত পথের চিত্র অংকন করে যে কোন চারটি অংশ চিহ্নিত করো। ৫. গমনের উদ্দেশ্য বা চালিকা শক্তি গুলি লেখো। মাছের তিনটি পাখনার ভূমিকা লেখো। ৬. ট্রপিক ও ন্যাস্টিক চলনের তিনটি পার্থক্য লেখো। কৃত্রিম হরমোনের ভূমিকা লেখো। ৭. উদ্ভিদ হরমোন ও প্রাণী হরমোনের পার্থক্য উল্লেখ করো। ফিডব্যাক নিয়ন্ত্রণ লেখো। ৮. নিষেক কাকে বলে? সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন হয় তা সংক্ষেপে বর্ণনা করো। ৯. জনুক্রম কাকে বলে? ফার্নের জনুক্রম রেখাচিত্রের সাহায্যে বর্ণনা করো। ১০. মাইটোসিস ও মিওসিস এর মধ্যে তিনটি পার্থক্য উল্লেখ করো। কোশ চক্রের গুরুত্ব লেখো। ১১. মানব বিকাশের বিভিন্ন দশাগুলি আলোচনা করো। তিনটি অযৌন জননের পদ্ধতি লেখো। ১২. মেন্ডেলের নির্বাচিত ৭ জোড়া বিপরীত বৈশিষ্ট্য কি কি ছিল? মেন্ডেলের সাফল্য লাভের কারণ বর্ণনা করো। ১৩. মেন্ডেলের একসংকর জননের ব্যতিক্রম কী ছিল? একটি পরীক্ষার সাহায্যে ব্যাখ্যা করো। ১৪. হিমোফিলিয়া কাকে বলে? এর কারণ ও লক্ষণ গুলি উল্লেখ করো। থ্যালাসেমিয়ার কারণ ও লক্ষণ গুলি লেখো। ১৫. একজন হিমোফিলিয়া রোগের বাহক স্ত্রী লোকের সঙ্গে একজন স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তাদের সন্তানদের মধ্যে হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কত শতাংশ, তা চেকারবোর্ডের সাহায্যে দেখাও। 'হিমোফিলিয়া বাহক কখনও পুরুষ হয় না'- ব্যাখ্যা করো। ১৬. মটর গাছের উপর মেন্ডেলের এক সংকর জনন/ দ্বি সংকর জনন পরীক্ষাটি চেকার বোর্ড সহ ব্যাখ্যা করো। ১৭. বিশুদ্ধ কালো ও বিশুদ্ধ সাদা বর্ণের গিনিপিগের সংকরায়ণ ঘটানোর ফলাফল চেকার বোর্ডের সাহায্যে দেখাও। হিমোফিলিয়ায় আপাত স্বাভাবিক মাতা ও আক্রান্ত পিতার বিবাহ হলে সন্তানদের হিমোফিলিয়া রোগের বংশানুসরণ ছকের সাহায্যে দেখাও। ১৮. প্রয়োজনীয় শব্দ চিত্রের সাহায্যে জৈব অভিব্যক্তির মুখ্য ঘটনাগুলি লেখো। ১৯. ডারউইনের 'অস্তিত্বের জন্য সংগ্রাম' এবং 'প্রাকৃতিক নির্বাচন মতবাদ' সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। নব্য ডারউইনবাদ সম্বন্ধে লেখো। ডারউইনবাদের ত্রুটি গুলি লেখো। ২০. মিলার ও উরের পরীক্ষাটি চিত্রসহ লেখো। ২১. সমসংস্থ ও সমবৃত্ত অঙ্গ কাকে বলে উদাহরণ দাও। নিষ্ক্রিয় অঙ্গের গুরুত্ব লেখো। ২২. ল্যামার্কের অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বের প্রতিপাদ্যের প্রধান দুটি বিষয় বর্ণনা করো। ঘোড়ার জীবাশ্ম ঘটিত প্রমাণ লেখো। ২৩. মেরুদন্ডী প্রাণীদের হৃদপিন্ডের গঠন কিভাবে অভিব্যক্তির স্বপক্ষে প্রমাণ দেয় তা বুঝিয়ে লেখো। ২৪. মাছের 'পটকা' এবং পায়রার 'বায়ুথলি' কীভাবে অভিযোজনে সাহায্য করে ব্যাখ্যা করো। ২৫. মৌমাছির আচরণগত অভিযোজন লেখো। ২৬. পরিবেশে নাইট্রোজেনের উৎস গুলি উল্লেখ করো। নাইট্রোজেন চক্রের রেখাচিত্র অঙ্কন করো। ২৭. জীব বৈচিত্র্য কাকে বলে? জীববৈচিত্রের তিনটি গুরুত্ব উল্লেখ করো। অ্যাজমা বা হাঁপানি কি? ২৮. জীব বৈচিত্র্য হ্রাসের পাঁচটি কারণ উল্লেখ করো। বায়োম্যাগনিফিকেশন কি? ২৯. সুন্দরবনের পরিবেশগত সমস্যাগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। মিষ্টি জলের উৎস গুলি কিভাবে দূষিত হচ্ছে তা লেখো। ৩০. ভারতীয় একশৃঙ্গ গন্ডারের সংখ্যা বাড়ানোর জন্য দুটি সংরক্ষণ সংক্রান্ত পদক্ষেপ প্রস্তাব করো। মিষ্টি জলের উৎস গুলি কি কি ভাবে দূষিত হয়- তোমার অভিজ্ঞতার ভিত্তিতে মতামত জানাও। ৩১. জীব বৈচিত্র্য সংরক্ষণে JFM ও PBR -এর ভূমিকা লেখো। ৩২. হটস্পট এর শর্ত লেখো। যেকোনো দুটি হটস্পট জীব বৈচিত্র্য সম্বন্ধে লেখো।

বিভাগ: ২ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন

১. জিব্বেরেলিন হরমোনের দুটি গুরুত্ব লেখো। ২. থাইরক্সিন হরমোনের দুটি ভূমিকা লেখো। ৩. বহিঃক্ষরা ও অন্তঃক্ষরা গ্রন্থির দুটি পার্থক্য দেখাও। ৪. নিম্নলিখিত বিষয়ে হরমোন ও স্নায়ুতন্ত্রের কাজের পার্থক্য নিরূপণ করো: কাজের প্রকৃতি, কাজের পরিণতি, কাজের গতি, কাজের স্থায়িত্ব। ৫. কোরোকোদগম উদাহরণসহ লেখো। ৬. কৃষির ফলন বৃদ্ধি ও আগাছা সমস্যার সমাধানে সংশ্লেষিত উদ্ভিদ হরমোনের একটি করে ভূমিকা বিশ্লেষণ করো। ৭. একজন মানুষ দূরের জিনিস স্পষ্ট দেখতে পেলেও কাছের জিনিস ভালো ভাবে দেখতে পান না- এরকম সমস্যার কারণ ও প্রতিকার কি কি হতে পারে তা লেখো। ৮. দরজার ঘণ্টা বাজার শব্দ শুনে তুমি যেভাবে দরজা খুলবে সেই স্নায়বিক পথটি একটি শব্দছকের মাধ্যমে দেখাও। ৯. গমনের চালিকা শক্তি গুলি লেখো। ১০. হাঁচি ও কাশি প্রতিবর্ত দুটি বিপদ এড়াতে সাহায্য করে—বক্তব্যটির যথার্থতা বিচার করো। ১১. বার্ধক্য দশা ও বয়ঃসন্ধি দশার বৈশিষ্ট্য লেখো। ১২. জিব্বেরেলিন হরমোন কীভাবে বীজের অঙ্কুরোদগম ঘটায় ও উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি করে? ১৩. মায়োপিয়া ও হাইপারমেটাস্পিয়া কি? ১৪. DNA ও RNA-র মধ্যে দুটি পার্থক্য লেখো। নিউরোট্রান্সমিটার কি উদাহরণ দাও। ১৫. কোশ বিভাজনের দুটি তাৎপর্য লেখো। ১৬. কোশ চক্রের বিভিন্ন বিন্দুতে নিয়ন্ত্রণ নষ্ট হলে কি হবে? ১৭. কোশ চক্র কি? এর পর্যায় গুলি লেখো। ১৮. মিওসিস কোশ বিভাজনে প্রদত্ত দুটির তাৎপর্য ব্যাখ্যা করো: প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা, জীবের মধ্যে প্রকরণের উৎপত্তি। ১৯. মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতি লেখো। ২০. ইমাসকুলেশন কি? ২১. মেণ্ডেলের পরীক্ষায় মেণ্ডেলের সাফল্য লাভের কারণ লেখো। ২২. বেটে মটর গাছগুলি সর্বদাই খাঁটি—উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। ২৩. সংকরায়ন পরীক্ষায় প্রকট বৈশিষ্ট্য কিভাবে প্রকাশ হয় উদাহরণসহ লেখো। ২৪. সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা লেখো। ২৫. একজন বর্ণান্ধ রোগের বাহক মহিলা একজন বর্ণান্ধ পুরুষকে বিবাহ করল। তাদের একটি কন্যা সন্তান হল। এই কন্যা সন্তানটির বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কতটা তা বিশ্লেষণ করে লেখো। ২৬. বংশগতির প্রথম ও দ্বিতীয় সূত্রটি লেখো। ২৭. জল সংরক্ষণের জন্য উটের কী কী অভিযোজন দেখা যায়? ২৮. কোয়াসারভেট কাকে বলে? ২৯. ঘোড়ার বিবর্তনীয় পরিবর্তন গুলির তালিকা করো। ৩০. ল্যামার্কের মতবাদের বিপক্ষে দুটি উদাহরণ দাও। ৩১. ল্যামার্কের মতবাদ এর দুটি প্রতিপাদ্য বিষয় লেখো। ৩২. নব্য ডারউইনবাদ কী? ৩৩. ডারউইনবাদের দুটি ত্রুটি উল্লেখ করো। ৩৪. ক্যাকটাসের বাষ্পমোচন হ্রাস করার জন্য পাতার কীরূপ রূপান্তর হয়েছে? ৩৫. শিম্পাঞ্জির আচরণগত অভিযোজনটি লেখো। ৩৬. রুই মাছের পটকার কাজ কী? পটকা কিভাবে এই কাজ সম্পন্ন করে? ৩৭. পায়রার ফুসফুসের সঙ্গে বায়ুথলি যুক্ত থাকার সার্থকতা কী? ৩৮. সুন্দরী গাছের লবণ সহনের দুটি অভিযোজিত বৈশিষ্ট্য উল্লেখ করো। ৩৯. মানুষের ক্রিয়া-কলাপে নাইট্রোজেন চক্র কিভাবে ব্যাহত হয় তা লেখো। ৪০. পূর্ব হিমালয় হটস্পট এর একটি বিলুপ্তপ্রায় উদ্ভিদ ও একটি বিলুপ্তপ্রায় স্তন্যপায়ী প্রাণীর নাম লেখো। ৪১. জীববৈচিত্র্য সংরক্ষণে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট (JFM) এর দুটি ভূমিকা লেখো। ৪২. শব্দ দূষণের প্রভাব লেখো। ৪৩. আলগাল ব্লুম কি? ৪৪. ইন-সিটু ও এক্স-সিটু সংরক্ষণ এর পার্থক্য লেখো। ৪৫. মানুষের বিভিন্ন ক্রিয়া-কলাপ এর ফলে নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়ার সঙ্গে নিম্নলিখিত ঘটনাগুলোর সম্পর্ক স্থাপন করো—বিশ্ব উষ্ণায়ন, নদী ও হ্রদের মাটি ও জলের অম্লীকরণ। ৪৬. লেগ হিমোগ্লোবিন কী? ৪৭. অভয়ারণ্য ও জাতীয় উদ্যান সম্বন্ধে লেখো।

পরিশেষে শিক্ষক অভিজিৎ লাহিড়ী সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের আগাম শুভেচ্ছা জানিয়েছেন। তাঁর মতে, সঠিক প্রস্তুতি এবং আত্মবিশ্বাসই পারে ভালো ফলাফল এনে দিতে।

(প্রতিবেদনটি মালদহের লক্ষ্মীপুর হাই স্কুলের শিক্ষক অভিজিৎ লাহিড়ীর পরামর্শের ভিত্তিতে তৈরি)


Madhyamik Life Science Question: মাধ্যমিক জীববিজ্ঞান প্রশ্নপত্র 2025

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code