সাপের উপদ্রপ ভয়ে দিন কাটাচ্ছে গ্রাম বাসীরা


ময়না,পূর্ব মেদিনীপুর,19 আগস্ট,সুজিত মণ্ডলঃ 

পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার অন্তর্গত পূর্ব দক্ষিণ ময়না বালিকা বিদ্যালয়ের হোস্টেলের পেছন থেকে বেরোলো একটি তিন ফুট দীর্ঘ চন্দ্র বোড়া সাপ। স্কুল দীর্ঘদিন বন্ধ থাকার কারণে সাপটি হোস্টেলের পেছনে নিরাপদ আশ্রয় বেছে নিয়ে ছিল। গ্রাম বাসীরা কথা অনুযায়ী কয়েকদিন আগে এই সাপটিকে স্কুলের প্রাচীরের নিচে ফাঁকা জায়গা থেকে ঢুকতে দেখেছে।


বর্ষা হওয়ার কারণে এই গ্রামের বিভিন্ন জায়গায় কেউটে,চন্দ্র বোরা ও অন্যান্য বিষ়ধর সাপের উপদ্রপ বেড়ে গেছে।তাই গ্রামবাসীরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।