Saraswati Puja সরস্বতী পূজার ফর্দ বা উপকরণ দেখে নিন একনজরে

Saraswati Puja সরস্বতী পূজার ফর্দ বা উপকরণ দেখে নিন একনজরে

Saraswati Pujaমূলত মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজো হয়। বর্তমানে সমস্ত বিদ্যার দেবীরূপে দেবী সরস্বতীর পূজা-অর্চনা করা হয়। সকাল থেকেই উপোস থেকে সকলে বাগ্দে‌বীর উদ্দেশ্যে অঞ্জলি দেন। বিদ্যা, বুদ্ধি, জ্ঞানের প্রার্থনা করেন সরস্বতী মায়ের কাছে। আগামী বাংলা ২২শে মাঘ, ১৪২৮ এবং ইংরেজী ৫ই ফেব্রুয়ারী, ২০২২ তারিখ শনিবার সরস্বতী পূজা। কিন্তু জানেন কি দেবী সরস্বতীর পূজায় কী কী উপকরণ বা দ্রব্য প্রয়োজন? হাতেখড়ির জন্যই বা কী কী প্রয়োজন ?


সরস্বতী পূজার উপকরণ বা ফর্দ বা সরস্বতী পূজার দ্রব্য
সিদ্ধি, সিন্দূর, পুরোহিতবরণ ১, তিল, হরিতকী, পঞ্চগুঁড়ি, পঞ্চশস্য, পঞ্চরত্ন, পঞ্চপল্লব ১, ঘট ১, কুন্ডহাঁড়ি ১, তেকাঠা ১, দর্পণ ১, তীরকাঠি ৪, ঘটাচ্ছাদন গামছা ১, বরণডালা, সশীষ ডাব ১, একসরা আতপচাউল, পুষ্পাবি, আসনাঙ্গুরীয়ক ২, মধুপর্কের বাটী ২, নৈবেদ্য ২, কুচা নৈবেদ্য ১, সরস্বতীর শাটী ১, লক্ষীর শাটী ১, চন্দ্রমালা ১, বিল্বপত্রমাল্য ১, থালা ১, ঘটি ১, শঙ্খ ১, লৌহ ১, নথ ১, রচনা, আমের মুকুল, যবের শীষ, কুল, আবির, অভ্র, মস্যাধার(দোয়াত) ও লেখনী, ভোগের দ্রব্যাদি, বালি, কাষ্ঠ, খোড়কে, গব্যঘৃত এক সের, পান, পানের মশলা, হোমের বিল্বপত্র ২৮, কর্পূর, পূর্ণপাত্র ১, দক্ষিণা।বিদ্যারম্ভের উপকরণ বা হাতেখড়ির ফর্দ
বিষ্ণু পূজার ধুতি ১, লক্ষী ও সরস্বতী পূজার শাড়ি ২, বালকের পরিধেয় বস্ত্র ১, মধুপর্কের কাংস্য বাটী ৩, আসন ৩, রূপার অঙ্গুরীয়ক ৩, দধি, মধু, তিল, হরিতকী, ফল-মুলাদি, সিন্দুর, ধূপ, দীপ, নৈবেদ্য ৩, কুচা নৈবেদ্য ১, ফল, স্লেট, রাম খড়ি ১, বর্ণমালা পুস্তক ১ খনি, তুলসী, বিল্বপত্র, দূর্ব্বা ও পুষ্পাদি, দক্ষিণা।

একটি মন্তব্য পোস্ট করুন

8 মন্তব্যসমূহ

  1. জয় জয় দেবী চরাচর সারে
    কুচযুগ শোভিত মুক্তাহারে .....
    সরস্বতী পূজোর আগাম প্রীতি ও শুভেচ্ছা ।

    উত্তরমুছুন

thanks