আজ বিশ্ব আলোকচিত্র দিবস world photography day কেন জানেন? 


সুজাতা ঘোষ , বাগডোগরা :

আজ 'বিশ্ব আলোকচিত্র দিবস' বা 'ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে' world photography day । বিশ্বজুড়ে প্রতিবছর আগস্ট মাসের ১৯ তারিখকে আলোকচিত্র দিবস হিসেবে উদযাপন করা হয়।


১৮৩৯ সালে ফরাসি লুইস ডাগুয়েরে এবং জোসেফ নিসফোর নিপ্পেস প্রথম ফটোগ্রাফিক সিস্টেম আবিষ্কার করেন । ডাগুয়েরের আবিষ্কারটিকে ডাগুয়েরিওটাইপ হিসেবে নামকরণ করা হয় । 

এই ফটোগ্রাফিক সিস্টেম তৈরি হওয়ার পূর্বে যেকোনো চিত্র হাতে আঁকতে হতো , সে ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা ছিল প্রবল । কিন্তু এটি একটি তাৎক্ষণিক প্রক্রিয়া যা তুলনামূলকভাবে সস্তা এবং নির্ভুল । বলা হয় যে ডাগুয়েরিওটাইপ ফটোগ্রাফি মুক্তি লাভের সেই দিনটিকে স্মরণ করার উদ্দেশ্যেই প্রতি বছর এই দিনটি বিশ্ব আলোকচিত্র দিবস হিসাবে পালন করা হয়।

এই ফটোগ্রাফির বিভিন্ন ধরন রয়েছে -

∆ বন্যজীবনের ফটোগ্রাফি

∆ ভ্রমণ ফটোগ্রাফি

∆ রাস্তার ফটোগ্রাফি

∆নবজাতকের ফটোগ্রাফি

∆ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি

∆প্রতিকৃতি ফটোগ্রাফি

∆বিবাহের ফোটোগ্রাফি

∆ইভেন্ট ফটোগ্রাফি

∆ফাইন আর্ট ফটোগ্রাফি

∆ফ্যাশন ফটোগ্রাফি

∆স্থপতি ফটোগ্রাফি

তবে আজকের এই বিশেষ দিনটিকে সেই সমস্ত ফটোগ্রাফারকে উৎসর্গ করা হয় যারা তাদের শিল্পের সাহায্যে বিশ্বের সৌন্দর্য ক্যামেরায় ধারণ করেন। বর্তমান সময়ে আমরা আমাদের জীবনের সুন্দর সুন্দর মুহূর্তগুলি এই ফটোগ্রাফির মাধ্যমে ক্যামেরাবন্দি করে রাখি।