কৃষি জমিতে চাষের জন্য দুই মেয়ে লাঙ্গল টানছে- অবশেষে এগিয়ে এলো সুপারস্টার সনু 


করোনা মহামারী কালে সমস্ত অফিস-আদালত বন্ধ হয়ে গেলেও বন্ধ হয়নি কৃষিকাজ। এই নিদারুন দিনে ভারতে বাঁচিয়ে রেখেছে কৃষকরাই। অথচ এখনো এমন চিত্র সামনে আসে যা আমাদের কাছে কষ্টকর হয়ে ওঠে।


সম্প্রতি এক ব্যক্তি তাঁর ট্যুইটার হ্যান্ডেলে এমন একটি ভিডিও আপলোড করেছেন, যেখানে দেখাযাচ্ছে জমিতে চাষের প্রয়োজনে যেখানে ট্রাক্টর বা ষাঁড় গরুর ব্যবহার হয়, সেখানে এক কৃষক তাঁর দুই মেয়েকে দিয়ে সেই কাজ করাতে বাধ্য হচ্ছে। ট্যুইটারে সেই ব্যক্তি জানিয়েছেন- "ভয়ানক! মদনপালে টমেটো কৃষক চাষি ষাঁড় ভাড়া দেওয়ার মতো টাকা না থাকায় তার মেয়েদের লাঙ্গল করার জন্য ব্যবহার করতে বাধ্য হয়েছে। করোন ভাইরাস মহামারীজনিত কারণে তিনি বিশাল ক্ষতির শিকার হয়েছিলেন।" 


তবে এই ভিডিও দেখার পর এগিয়ে এসেছেন সুপারস্টার সনু সুদ। তিনি গতকাল একটি ট্রাক্টর কিনে পাঠিয়েছেন।