Web Desk News:
ব্যক্তিগত নয় এধরণের তথ্য নিয়ন্ত্রণের বিষয়ে বিশেষজ্ঞ কমিটি জনসাধারণের মতামত আহ্বান করছে
ব্যক্তিগত নয় , এমন তথ্য নিয়ন্ত্রণের বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্ট বিষয়ের উপর বিশেষজ্ঞ কমিটি একটি ভিভিও কনফারেন্সের মাধ্যমে সাংবাদিক বৈঠক করেছে। বৈঠকে কমিটির সদস্যরা ব্যক্তিগত নয় এ ধরণের তথ্যর বিষয়ে নিজেদের মধ্যে মত বিনিময় করেছেন। এর মধ্যে রয়েছে-- বিশেষ তথ্যের সংজ্ঞা কি হবে তা নির্ধারণ করা,
- সম্প্রদায়গত তথ্যর বিষয়ে ধারণা, ও এই তথ্যের অধিকার,
- তথ্য বাণিজ্যের সংজ্ঞা নিয়ে আলোচনা,
- সর্বসাধারণের জন্য তথ্য,
- সম্প্রদায়গত তথ্য ও ব্যক্তিগত তথ্যের মধ্যে শ্রেণীবিন্যাস,
- মেটা ডেটা রেজিস্ট্রারের ব্যবহার,
- অজ্ঞাত সুত্র থেকে পাওয়া তথ্য ব্যবহারের স্বীকৃতি,
- ব্যক্তিগত নয় এ রকম তথ্যের সংবেদনশীলতা,
- সার্বভৌমত্ব, জন সাধারণের স্বার্থ এবং আর্থিক বিষয় সম্বলিত তথ্যর ব্যবহার।
এছাড়াও ভারতীয় জনসাধারণ ও সমাজের জন্য ব্যক্তিগত নয় এরকম তথ্য ব্যবহারের জন্য ডিজিট্যাল পদ্ধতিতে নিয়ন্ত্রণের আইনি নানা দিক, তথ্যের আর্থিক মূল্যকে কাজে লাগানো, ব্যক্তিগত নয় এমন তথ্যের নিয়ন্ত্রণের নানা দিক এবং মূল তথ্য ও উদ্ভূত তথ্যের ব্যবহার নিয়ে কমিটির সদস্যরা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছে এইদিন।
এ বিষয়ে যে খসড়া প্রতিবেদন তৈরি করা হচ্ছে সেখানে সংশ্লিষ্ট সকলে যেন তাঁদের মতামত জানান, সংবাদ মাধ্যমকে তার জন্য উৎসাহিত করতে বিশেষজ্ঞ কমিটি অনুরোধ করেছে। মতামত জানানোর পোর্টালটি হল -
https://www.mygov.in/task/share-your-inputs-draft-non-personal-data-governance-framework/
এ বিষয়ে যে খসড়া প্রতিবেদন তৈরি করা হচ্ছে সেখানে সংশ্লিষ্ট সকলে যেন তাঁদের মতামত জানান, সংবাদ মাধ্যমকে তার জন্য উৎসাহিত করতে বিশেষজ্ঞ কমিটি অনুরোধ করেছে। মতামত জানানোর পোর্টালটি হল -
https://www.mygov.in/task/share-your-inputs-draft-non-personal-data-governance-framework/
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊