আনলক-৩ঃ স্কুল, মেট্রো নিয়ে কি ভাবছে কেন্দ্র? মিলবে কি ছাড়? 

UNLOCK 3  

করোনা সংক্রমণ দিন দিন বেড়েই চলছে। এদিকে লক ডাউন পরিস্থিতি থেকে বেড়িয়ে আনলকে হেঁটেছে কেন্দ্র। ৩১শে জুলাই শেষ হচ্ছে দ্বিতীয় দফার লক ডাউন। আনলকের তৃতীয় ধাপে আরও বেশ কিছু বিষয়ে ছাড়ের কথা ভাবছে সরকার বলে জানা গেছে। সম্ভবত এই মুহূর্তে খুলছে না স্কুল। 

সামাজিক দূরত্ব সহ একাধিক বিধি নিষেধের ঘেরাটোপে ১লা অগাস্ট থেকে চালু হতে পারে সিনেমা হল গুলি বলেই সূত্রের খবর। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, আনলকের তৃতীয় পর্যায়ে মেট্রো পরিষেবা, স্কুল, জিম, সুইমিং পুল কিছুই হয়তো খুলবে না। 

সূত্রের খবর, কন্টেনমেন্ট জোনের বাইরেই বেশিরভাগ কার্যকলাপে ছাড় দেওয়া হতে পারে। অধিক সংক্রমিত এলাকা গুলিতে বিশেষ কিছু পরিষেবা খোলার সম্ভাবনা নেই। পাশপাশি, রাজ্যের পরিস্থিতি দেখে উপযুক্ত ব্যবস্থা নিতে রাজ্যকেই দায়িত্ব দেওয়া হবে বলেও জানা যাচ্ছে। 

করোনা পরিস্থিতিতে স্কুল খোলা নিয়ে বেশ প্রশ্ন র‍য়ে গেছে। গত সোমবার থেকে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী বিভিন্ন রাজ্যের সঙ্গে স্কুল খোলার ব্যাপারে কথা বলার পাশাপাশি বৈঠকও করেছেন। শিক্ষা সচিবদের বৈঠক হয়েছে বলেও খবর। ছাত্র-ছাত্রীদের সুরক্ষা ও স্বাস্থ্যের স্বার্থে স্কুল না খোলার পরামর্শ দিয়েছেন সকলেই বলে খবর। পাশাপাশি জানা গেছে, অভিভাবক- অভিভাবকদের মতামতও একই। 
তাই ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যের কথা ভেবেই এই সিদ্ধান্তে তাড়াহুড়ো করতে চাইছে না কেন্দ্র। 

এদিকে, মেট্রো শুরু হওয়া নিয়েও যথেষ্ট উদ্বেগ রয়েছে। দিল্লী, কলকাতা, বেঙ্গালুরু প্রভৃতি শহরে মেট্রো পরিষেবা আরম্ভ হলে সমস্যা বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। মুম্বইয়ে শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য লোকাল ট্রেন চলছে। কিন্তু অন্য শহরে এখনই মেট্রো পরিষেবা চালু করতে চাইছে না কেন্দ্র।স্বাধীনতা দিবস পালনের বিষয়ে গাইডলাইন প্রকাশের পর কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে এই পর্যায়েও জমায়েত থেকে বিরত থাকার নিষেধাজ্ঞা বহাল থাকবে। 

শুক্রবার ক্যাবিনেট বৈঠকের পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব রাজীব গৌবা দেশের ন'টি রাজ্য যথা পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ও অসমকে নির্দেশ দিয়েছেন অবিলম্বে টেস্টের সংখ্যা বাড়াতে হবে। আরও নির্দেশ দিয়ে বলা হয়েছে, কন্টেনমেন্ট প্ল্যান কার্যকর করতে হবে কড়া হাতে, স্বাস্থ্য পরিকাঠামো বাড়াতে হবে ও কার্যকরী ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট চালু করতে হবে। কেন্দ্রের এই নির্দেশ থেকে স্পষ্ট আনলকের তৃতীয় পর্যায়েও অতিরিক্ত বিশেষ কিছু পরিষেবায় ছাড় দেওয়া হবে না বলেই জানা যাচ্ছে।