রাজ্য স্বাস্থ্য বিভাগে অ্যাসিট্যান্ট সুপারিনটেনডেন্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি, এখনই আবেদন করুন
রাজ্যের স্বাস্থ্য বিভাগে করোনা আবহে স্বাস্থ্যকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। অ্যাসিট্যান্ট সুপারিনটেনডেন্ট (নন মেডিকেল) গ্রেড I পদে নিয়োগের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। ২৩ জুলাই ওয়েস্ট বেঙ্গল হেল্থ রিক্রুইটমেন্ট বোর্ড (WBHRB)-র তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
- পোস্টের নাম - অ্যাসিট্যান্ট সুপারিনটেনডেন্ট (নন মেডিকেল) গ্রেড II
- বোর্ড - ওয়েস্ট বেঙ্গল হেল্থ রিক্রুইটমেন্ট বোর্ড (WBHRB)
- আসন সংখ্যা- ১০৫
- আবেদনের শেষ তারিখ - ৩০শে জুলাই ২০২০
- আবেদনের পদ্ধতি - অনলাইন
- বয়সসীমা: এই পদে নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩৬ বছর। তবে SC, ST ও OBC প্রার্থীদের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে।
- যোগ্যতা: হসপিটাল ম্যানেজমেন্ট বা হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে PG বা ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। বাংলায় লেখা, পড়া ও কথা বলতে জানতে হবে ৷
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊