১লা জুন থেকে কেন্দ্র সরকার কন্টেইনমেন্ট জোনে লক ডাউন ও বাকি সব জায়গায় আনলক ১ জারি করেছে। ধীরে ধীরে স্বাভাবিক করার পথেই হাঁটছে কেন্দ্র। কিন্তু, বিদায় নেয়নি করোনা। এমন পরিস্থিতিতেও খুলছে শপিং মল, ধর্মীয় স্থান হোটেল, রেস্তোরাঁ, অফিস-সহ বিভিন্ন পাবলিক প্লেস।
করোনা সংক্রমণ ঠেকাতে গাইডলাইন প্রকাশ করেছে কেন্দ্র।
আরও জানুন- খুলছে ধর্মীয় স্থান, কি কি মানতে হবে জেনে নিন
গাইডলাইনে বলা হয়েছে--
- অন্তত ৬ ফুট বা তার বেশি দূরত্ব বজায় রাখতে হবে।
- ফেসকভার, মাস্ক ব্যবহার বাধ্যতামূলক।
- বার বার সাবান বা অ্যালকোহল যুক্ত হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুতে হবে। অন্তত ৪০ থেকে ৬০ সেকেন্ড।
- হাঁচি বা কাশির সময় ঢাকতে হবে। টিস্যু পেপার রাখতে হবে। হাঁচির পর সেই টিস্যু পেপার ফেলে দিতে হবে।
- শারীরিক সমস্যা হলেই জেলার সংশ্লিষ্ট হেল্পলাইনে ফোন করতে হবে।
- রাস্তায় থুতু ফেলা পুরোপুরি নিষিদ্ধ।
- সবাই আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করলে ভালো।
আরও জানুন-
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊