আনলক ১-এ খুলছে অফিস কিন্তু মানতে হবে বিধি নিষেধ। মাস্ক পড়তে হবে। সামাজিক দূরত্ব মানতে হবে। এনিয়ে একটি নির্দেশিকা প্রকাশ করেছে কেন্দ্র। কেন্দ্রের নির্দেশিকায় অফিস খোলা হলেও শুধুমাত্র কনটেনমেন্ট জোনের বাইরের এলাকায় খুলবে অফিস বলেই জানানো হয়েছে। কনটেনমেন্ট জোন এলাকায় স্বাস্থ্য় ও অত্য়াবশকীয় পরিষেবা বাদে অন্য়ান্য় অফিস বন্ধ থাকবে।

করোনা রুখতে অফিসে কী মেনে চলতে হবে, একনজরে জেনে নিন…
  • প্রবেশদ্বারে থার্মাল স্ক্রিনিং ও হ্য়ান্ড স্য়ানিটাইজেশন বাধ্য়তামূলক।
  • উপসর্গহীন কর্মীরাই অফিসে ঢুকতে পারবেন।

  • কনটেনমেন্ট জোনের বাসিন্দা কোনও কর্মী অফিসে যাবেন না। সেক্ষেত্রে তিনি বাড়ি থেকে কাজ করবেন।
  • গাড়ির চালকদের দূরত্ববিধি মানতে হবে।

  • দরজা, চাবি স্য়ানিটাইজ করতে হবে।
  • সব কর্মীকে ফেস কভার বা মাস্ক পরতে হবে।

  • ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্য়মে অফিস মিটিং করতে হবে।
  • করোনা সম্পর্কে সচেতনতামূলক প্রচার হিসেবে পোস্টার রাখতে হবে। অডিও-ভিডিও ক্লিপিংসও থাকবে।

  • সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। 
  • অফিস পরিচ্ছন্ন রাখতে হবে। 

  • ওয়াশরুম পরিচ্ছন্ন করতে হবে।
  • ওয়াশরুমে পর্যাপ্ত পরিমাণে সাবান, জল, হ্য়ান্ড স্য়ানিটাইজার রাখতে হবে।

  • এসি-র তাপমাত্রা থাকতে হবে ২৪-৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্য়ে।
  • গর্ভবতী মহিলা ও বয়স্ক মানুষদের বাড়িতে থেকেই কাজ করতে বলা হয়েছে।