করোনা রুখতে সারা দেশে চতুর্থ দফায় লক ডাউনের পর শুধু কন্টেইনমেন্ট জোনে পঞ্চম দফায় লক ডাউনের পাশাপাশি জারি হয় আনলক ১।
লকডাউন শিথিল করার প্রথম পর্যায়ে আগামী ৮ জুন থেকে খুলছে শপিং মল, রেস্তোরাঁ, হোটেল, অফিস ও ধর্মীয় স্থান। করোনাভাইরাস রুখতে রেস্তোরাঁ, শপিং মল, হোটেল, ধর্মীয় স্থানের জন্য় নিয়মবিধি জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্য়মন্ত্রক। যেহেতু এখনও করোনা বিদায় নেয়নি বা করোনার কোনও ওষুধ, ভ্যাকসিন কোনও কিছুই আবিষ্কার হয়নি তাই নিয়ম বিধি মেনে চললেই করোনা থেকে রেহাই পাওয়া যাবে। তাই কেন্দ্রের তরফে করোনার সাথে যুজতে নির্দেশিকা জারি করা গ্যেছে।
কেন্দ্রের তরফে এনিয়ে যে নির্দেশিকা জারি করেছে কেন্দ্র তাতে বলা হয়েছে-
- প্রবেশদ্বারে থার্মাল স্ক্রিনিং ও হ্য়ান্ড স্য়ানিটাইজেশন বাধ্য়তামূলক।
- যাঁদের করোনার কোনও উপসর্গ নেই, তাঁরাই শুধুমাত্র ঢুকতে পারবেন।
- করোনা সম্পর্কে সচেতনতামূলক প্রচার হিসেবে পোস্টার রাখতে হবে। অডিও-ভিডিও ক্লিপিংসও থাকবে।
- সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
- যিনি ধর্মীয় স্থানে যাবেন, তাঁর নিজের গাড়িতে জুতো রাখতে হবে অথবা নিজেদের দায়িত্বেই রাখতে হবে।
- ধর্মীয় স্থান চত্বরে দোকান, ক্য়াফেটেরিয়াতেও দূরত্ব বিধি বজায় রাখতে হবে।
- প্রবেশপথ ও বাহির পথ আলাদা করতে হবে।
- ধর্মীয় স্থানে লাইনে দাঁড়ালে ৬ ফুট দূরত্ব বজায় রাখতে হবে।
- দূরত্ব বিধি মেনে বসার জায়গার বন্দোবস্ত করতে হবে।
- এসি-র তাপমাত্রা থাকতে হবে ২৪-৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্য়ে।
- মূর্তি, পবিত্র বইয়েতে হাত দেওয়া যাবে না।
- কোনও বড় ধরনের জমায়েত করা যাবে না।
- ধর্মীয় স্থান চত্বর সর্বদা পরিচ্ছন্ন রাখতে হবে।
- সকলকে মাস্ক,গ্লাভস পরতে হবে।
- করোনা উপসর্গ ধরা পড়লে হাসপাতালে পাঠাতে হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊