Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিশ্ব পরিবেশ দিবসে দেশবাসীকে পৃথিবীর জীববৈচিত্র সংরক্ষণের আর্জি প্রধানমন্ত্রীর



আজ ৫ই জুন। এদিনটিকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয়। বিশ্ব পরিবেশ দিবসে দেশবাসীকে পৃথিবীর জীববৈচিত্র সংরক্ষণের আর্জি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

একটি টুইট বার্তায় 'মন কি বাত'- এর একটি ভিডিও জুড়ে দিয়ে এদিন তিনি এই বার্তা দেন। তিনি বলেন, "এই পৃথিবীতে আমরা যাদের সঙ্গে ভাগাভাগি করে বসবাস করছি তাদের অন্যতম হল উদ্ভিজ্জ প্রাণীজ সম্পদ। তাদের বেঁচে থাকাকে নিশ্চিত করার দায়িত্বও আমাদেরই। তাই আশপাশে জীববৈচিত্রকে সমৃদ্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ হোন সকলে। তাহলে আমরা আমাদের ভবিষ্যত্‍ প্রজন্মের জন্য একটা সুস্থ পৃথিবী রেখে যেতে পারব।" 

গতমাসে তা মন কি বাতে নরেন্দ্র মোদি বলেছিলেন, "বিশ্ব পরিবেশ দিবসের থিম হল জীববৈচিত্র। মূলত বর্তমান পরিস্থিতি বিবেচনা করেই এই থিম নির্বাচন করা হয়েছে। টানা লকডাউনে আমাদের জীবন যাত্রা থমকে থমকে এগোলেও পারিপার্শ্বিক প্রকৃতি এর মধ্যেই নিজেকে পূর্ণ করে নিয়েছে। শব্দ ও বায়ু দূষণের জেরে এতদিন প্রাণীজ সম্পদ প্রায় নিঃশ্বেষ হয়ে গিয়েছিল, এই লকডাউনে তারা আবার মাথা তুলেছে। মানুষ চাইলেই এখন বাড়ির আশপাশে তাদের আওয়াজ শুনতে পাবে।"

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code