১৯৪৯ -এর ‘ব্যাঙ্কিং রেগুলেশন আইন’ সংশোধন করে ব্যাঙ্কের গ্রাহকদের স্বার্থ সুরক্ষিত রাখতে রাষ্ট্রপতি, ব্যাঙ্কিং নিয়মের (সংশোধিত) অধ্যাদেশ ২০২০-তে সম্মতি দিয়েছেন।
জারি হওয়া এই অধ্যাদেশের ফলে-
- সমবায় ব্যাঙ্কগুলি এই আইনের আওতাভুক্ত হবে।
- সমবায় ব্যাঙ্কের গ্রাহকদের স্বার্থ সুরক্ষা এবং ব্যাঙ্কগুলির পরিচালনের মানোন্নয়ন ঘটবে।
- এর ফলে রিজার্ভ ব্যাঙ্ক, অন্যান্য ব্যাঙ্কগুলির ক্ষেত্রে যে ক্ষমতা প্রয়োগ করতে পারে, এখন থেকে সমবায় ব্যাঙ্কগুলির ক্ষেত্রেও তা প্রযোজ্য হবে।
- সমবায় ব্যাঙ্কগুলির পেশাদারিত্ব বৃদ্ধি পাবে।
- সমবায় ব্যাঙ্ক তাদের মূলধন যথাযথ ভাবে ব্যবহার করতে পারবে।
- এই অধ্যাদেশের ফলে রাজ্য সমবায় আইনের আওতায় রাজ্যগুলির সমবায় সমিতির রেজিস্ট্রারের ক্ষমতা ক্ষুন্ন হবে না।
- প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটিজ অথবা সমবায় সমিতিগুলি কৃষি ক্ষেত্রের উন্নয়নে যেভাবে দীর্ঘমেয়াদী ভিত্তিতে মূলধনের যোগান দেয়, সেই ব্যবস্থা অব্যাহত থাকবে।
- তবে যারা ব্যাঙ্ক, ব্যাঙ্কার অথবা ব্যাঙ্কিং পরিষেবা ব্যবহার করেন না ও যারা চেকের মাধ্যমে অর্থ আদায়ের কাজ করেন না, তাদের ক্ষেত্রেও এই অধ্যাদেশ কার্যকর হবে না।
- এই অধ্যাদেশের ফলে ব্যাঙ্কিং রেগুলেশন আইন’এর ৪৫ নম্বর ধারাটিতে সংশোধন করা হয়েছে। যার ফলে জনসাধারণ, ব্যাঙ্কের গ্রাহক এবং ব্যাঙ্কিং কার্যাবলীর উন্নতিতে প্রয়োজনীয় রক্ষাকবচ এই অধ্যাদেশের মাধ্যমে বজায় থাকবে।
- আইন করে সব দেনা স্থগিত রাখার প্রক্রিয়া অর্থাৎ মোরাটোরিয়ামের নির্দেশ ছাড়াও সমবায় ব্যাঙ্কগুলি তাদের আর্থিক কাজকর্ম নতুন এই অধ্যাদেশের জন্য চালিয়ে যেতে পারবে।
source: pib
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊