বিরোধীদের পদযাত্রা আটকাতেই অবস্থান বিক্ষোভ, পুলিশের হাতে আটক রাহুল, প্রিয়াঙ্কারা
বিরোধী দলের সংসদ সদস্যদের মিছিল নির্বাচন কমিশনের দফতরে, ভোটার তালিকা ও জালিয়াতির অভিযোগে প্রতিবাদ মিছিল। লোকসভা ও রাজ্যসভায় বিরোধী দলগুলোর সংসদ সদস্যরা আজ (সোমবার) সংসদের মকর দ্বার থেকে দিল্লির নির্বাচন ভবনের (নির্বাচন কমিশন অফিস) দিকে একটি প্রতিবাদ মিছিল শুরু করেন। সকাল ১১:৩০ টায় শুরু হওয়া এই মিছিলটি ট্রান্সপোর্ট ভবনের পথ ধরে এগিয়ে চলে।
এই মিছিলের মূল উদ্দেশ্য ছিল বিহারে চলমান Special Intensive Revision (SIR) অর্থাৎ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কথিত ভোটার জালিয়াতির বিরুদ্ধে প্রতিবাদ জানানো।
আরজেডি সাংসদ মনোজ ঝা বলেন, “আপনারা যদি সংসদ সদস্যদের সঙ্গে দেখা করতে পারেন না, জায়গার অজুহাত দেন — তাহলে সেটা নিজেই বলে দেয় আপনি কী ধরনের কাজ করছেন। এই SIR একটি প্রতারণা। আপনি শ্রেণিবদ্ধ তথ্য দিচ্ছেন না। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও, আপনার জেদ কমছে না।”
দিল্লি পুলিশ জানিয়েছে, এই মিছিলের জন্য এখনো পর্যন্ত কোনও অনুমতি চাওয়া হয়নি। ফলে মিছিল ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে।
এই প্রতিবাদ মিছিল INDIA ব্লক — বিরোধী দলগুলির জোট আয়োজিত। তারা নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে এবং বলেছে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের বিরুদ্ধে তারা প্রতিবাদ জানাতেই বাধ্য হয়েছে।
পুলিশ মিছিল আটকাতেই রাস্তায় বসে পড়েন বিরোধী জোটে বিভিন্ন রাজ্যের বিভিন্ন দলের সাংসদেরা। রাস্তায় বসেই কমিশনের বিরুদ্ধে ‘ভোট চুরি’র অভিযোগ তুলে স্লোগান দেন তাঁরা। বিভিন্ন ভাষার স্লোগান শোনা যাচ্ছে। দেখা যাচ্ছে দেশের বিভিন্ন ভাষায় লেখা পোস্টারও। প্রতিটি পোস্টারেই কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। স্লোগান দিতে দেখা যাচ্ছে প্রিয়ঙ্কা গান্ধী বঢরাকে।
ব্যারিকেড দিয়ে মিছিল আটকাতেই রাস্তায় অবস্থানে বসে পড়েছিলেন বিরোধী দলের সাংসদেরা। চেয়ার বসেছিলেন প্রবীণ সাংসদ শরদ পওয়ার, মল্লিকার্জুন খড়্গেরাও। অবস্থান তুলতে সাংসদদের আটক করা শুরু করল দিল্লি পুলিশ। আটক করে বাসে তোলা হয়েছে রাহুল, প্রিয়ঙ্কা, মহুয়া-সহ অন্য সাংসদদের। এটা সংবিধান বাঁচানোর লড়াই, বললেন রাহুল গান্ধী। স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশের দাবি জানান তিনি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊