৫ পুলিশ বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করল স্টাফ সিলেকশন কমিশন৷ বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ ফোর্স, সশস্ত্র সীমা বল ও দিল্লি পুলিশে মোট ১ হাজার ৫৬৪ জন সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ হবে। প্রার্থী বাছাই করা হবে স্টাফ সিলেকশন কমিশনের সাব-ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ এন্ড সেন্ট্রাল আর্মাড ২০২০-নিয়োগ বিধির মাধ্যমে৷

শূন্যপদঃ সাব ইন্সপেক্টর দিল্লি পুলিশের মোট শূন্যদ 91 male +78 female৷ 
সাব-ইন্সপেক্টর ডিউটি সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে 1 হাজার 72টি, 
বর্ডার সিকিউরিটি ফোর্সে 244টি, 
ইন্দো-তিব্বত বর্ডার পুলিশে ৪৩টি, 
সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে 20টি, 
সশস্ত্র সীমা বলে ১৬টি শূন্যপদ রয়েছে । 

শিক্ষাগত যোগ্যতাঃ সবক্ষেত্রে যেকোনও শাখায় স্নাতক হতে হবে প্রার্থীকে৷ দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর পদে পুরুষ প্রার্থীদের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে৷

বয়সঃ প্রার্থীদের বয়স হতে হবে ১-১-২০২১ অনুযায়ী ২০ থেকে ২৫ বছরের মধ্যে৷ তপশিলি প্রার্থীরা পাঁচ বছর, ওবিসি প্রার্থীরা ৩ বছরের বয়সের ছাড় পাবেন৷ একই সঙ্গে প্রাক্তন সেনা কর্মীরা নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন৷ বিধবা, বিবাহ বিচ্ছিন্ন মহিলারা ফের বিয়ে না করতে চাইলে ৩৫ বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবেন৷

দৈহিক মাপজোখঃ ছেলেদের ক্ষেত্রে উচ্চতা ১৭০ সেন্টিমিটার হতে হবে৷ বুকের ছাতি না ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে ৮০ ও ৮৫ সেন্টিমিটার হতে হবে৷ মেয়েদের ক্ষেত্রে উচ্চতা ১৫৭ সেন্টিমিটার হতে হবে৷ উচ্চতা অনুযায়ী হতে হবে ওজন৷ দৃষ্টিশক্তি তুখর হওয়া প্রয়োজন৷ রং চেনার ক্ষমতা থাকতে হবে৷

আবেদনঃ  চাকরিপ্রার্থীদের অনলাইনে দরখাস্ত করতে হবে ssc.nic.in এই ওয়েবসাইট থেকে৷  আগামী ১৬ জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে৷ আবেদন করতে  ১০০ টাকা ফি জমা দিতে হবে৷ 

বিস্তারিত জানতে নোটিফিকেশনটি ডাওনলোড করে নিন- PDF