Latest News

6/recent/ticker-posts

Ad Code

দুই দশক পরে অনূর্ধ্ব ২০ এশিয়ান কাপে কোয়ালিফাই করল মহিলা ফুটবল দল

দুই দশক পরে অনূর্ধ্ব ২০ এশিয়ান কাপে কোয়ালিফাই করল মহিলা ফুটবল দল

Football


ভারতীয় মহিলা ফুটবলের সাফল্যের ধারা অব্যাহত। দুই দশক পর অনূর্ধ্ব ২০ এশিয়ান কাপে (AFC U20 Women's Asian Cup) খেলার ছাড়পত্র জোগাড় করে নিল ভারতীয় মহিলা দল (Indian Women's Football Team)। গ্রুপ ‘ডি’-র শেষ ম্যাচে আয়োজক মায়ানমারকে ১–০ গোলে হারিয়ে, তারা যেমন গ্রুপ চ্যাম্পিয়ন হয়, তেমনই মূলপর্বে উঠার সুযোগও নিশ্চিত করে।

বৃহস্পতিবার ইয়াঙ্গনের থুউয়ুনা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পূজার ২৭ মিনিটে করা গোল ছিল ম্যাচের একমাত্র এবং নাগালছাড়া জয়ে ভারত গ্রুপ শীর্ষে উঠে যায়। এর আগে গ্রুপের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার সঙ্গে গোলশূন্য ড্র এবং দ্বিতীয় ম্যাচে তুর্কমেনিস্তানকে ৭–০ গোলে হারিয়ে, শক্তিশালী অবস্থান তৈরি করে ভারত। উল্লেখযোগ্য ব্যাপার হল, পুরো গ্রুপ পর্বের খেলায় ভারত কোনো গোল হজম করেনি।

দুই জয় এবং এক ড্রয়ের সুবাদে ভারতীয় দল শীর্ষস্থান দখল করেই পরবর্তী রাউন্ডে পৌঁছল। পরের বছর তাইল্যান্ডে এএফসি এশিয়ান কাপের মূলপর্বের আসর বসবে। ভারতীয় দলের সাফল্যে উচ্ছ্বসিত ফেডারেশন। AIFF ও Sports Authority of India (SAI)-এর যৌথ প্রচেষ্টায় যুব ফুটবলে সামগ্রিক উন্নয়নের ফলে এই সাফল্য সম্ভব হয়েছে, যা আরও ম্যাচ প্রস্তুতি ও আন্তর্জাতিক মহলে প্রতিনিধিত্বের পথ খোলার প্রতিশ্রুতি জাগিয়েছে। এই সাফল্যে অনূর্ধ্ব ২০ মহিলা দলের জন্য প্রায় ২২ লক্ষ টাকার আর্থিক পুরস্কারের কথা ফেডারেশনের তরফে ঘোষণা করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code