RBI New Governor: রিজার্ভ ব্যাঙ্কের নতুন গভর্নর হচ্ছেন সঞ্জয় মালহোত্রা

RBI New Governor


সব জল্পনার অবসান ঘটিয়ে রিজার্ভ ব্যাঙ্কের নতুন গভর্নরের নাম ঘোষনা হলো। নতুন গভর্নর হচ্ছেন সঞ্জয় মালহোত্রা। ডিপার্টমেন্ট অফ পার্সোনেল অ্যান্ড ট্রেনিং (ডিপিওটি) এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগামী তিন বছর এই পদে থাকবেন তিনি। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের 26 তম গভর্নরের ভূমিকা গ্রহণ করবেন তিনি।

সঞ্জয় মালহোত্রা রাজস্থান ক্যাডারের একজন 1990 ব্যাচের ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (IAS) অফিসার। তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, কানপুর থেকে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক পলিসিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

অর্থ মন্ত্রণালয়ে সচিব (রাজস্ব) হিসেবে দায়িত্ব পালন করছেন। এবার তিনিই রিজার্ভ ব্যাঙ্কের নতুন গভর্নরের দায়িত্ব নিচ্ছেন। তিনি ভারত সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক পরিষেবা বিভাগের সচিব ছিলেন। মালহোত্রার রাজ্য এবং কেন্দ্রীয় সরকার উভয় স্তরেই অর্থ এবং কর ব্যবস্থার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে।