UPI-এর পর এবার ULI, রিজার্ভ ব্যাঙ্কের 'গেম চেঞ্জার'!
UPI -এর পর এবার আসছে ULI। UPI-এর সুফল পেয়েছে সারা দেশবাসী। এবার ULI নিয়ে আসছে রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। খোদ এই খবরের সত্যতার বিষয়ে নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস।
আরবিআই ডিজিটাল ক্রেডিটের মাধ্যমে বড় পরিবর্তন আনার প্রস্তুতি নিচ্ছে যার নাম দেওয়া হয়েছে ULI (ইউনিফাইড লেন্ডিং ইন্টারফেস)। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস বেঙ্গালুরুতে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার এবং ইমার্জিং টেকনোলজিস সম্পর্কিত একটি অনুষ্ঠানে বলেন, আরবিআই সমস্যামুক্ত ঋণের জন্য ইউনিফাইড লেন্ডিং ইন্টারফেস (ইউএলআই) প্রযুক্তি প্ল্যাটফর্মের একটি পাইলট প্রকল্প চালাচ্ছে। যার মধ্যে ঋণ অনুমোদন ব্যবস্থাকে সুবিন্যস্ত করা হবে যাতে খুব অল্প সময়ে মানুষকে ঋণ দেওয়া যায় সেই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এতে স্বল্প পরিমাণের ঋণগ্রহীতাদের অনেক উপকার হবে।
ইউনিফাইড লেন্ডিং ইন্টারফেস ভারতের ঋণ দেওয়ার ক্ষেত্রে একটি বড় পরিবর্তন আনার প্রস্তুতি নিচ্ছে বলেই জানিয়েছেন তিনি। ক্ষুদ্র ও গ্রামীণ এলাকায় সহজে কম সময়ে ঋণ দেওয়া যাবে। ঋণগ্রহীতারা ক্রেডিট নির্বিঘ্নে ডেলিভারি পাবেন এবং বেশি ডকুমেন্টেশন থেকে মুক্তি পাবেন বলে জানিয়েছেন তিনি। কৃষি ও MSSE সেক্টরের সাথে যারা ঋণ নিতে চান তারা অনেক উপকৃত হবেন বলেই জানিয়েছেন তিনি।
জানা যাচ্ছে, ব্যাঙ্কিং পরিষেবাগুলির ডিজিটালাইজেশনের অংশ হিসাবে ইউনিফাইড লেন্ডিং ইন্টারফেসে থাকবে একটি সুগঠিত ডিজিটাল তথ্যভান্ডার। সেখানে জমি সংক্রান্ত নানা তথ্যও থাকবে। এই তথ্য দেখতে পাবেন ঋণদাতা ও গ্রহীতা উভয়ই।
0 মন্তব্যসমূহ
thanks