SER-23, বাঁকুড়া,৮এপ্রিল :
বাঁকুড়ার অন্যতম একটি পর্যটন কেন্দ্র হল শুশুনিয়া পাহাড় । আগুনের লেলিহান শিখা ঝলসে দিল পাহাড়ের বেশকিছু অংশকে । গতকাল দুপুরবেলা আগুনের শিখা দেখতে পাওয়া যায় শুশুনিয়া পাহাড়ে। এ খবর ছড়িয়ে পড়তে আশেপাশের স্থানীয়রা ভীড় জমায় পাহাড়ের পাদদেশে । তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকল বিভাগে । দমকল বিভাগ ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বিকেল নাগাদ । দমকল বিভাগ ফিরে যাওয়ার পর সন্ধ্যা নামতেই আবার আগুন জ্বলে উঠে পাহাড়ে। আগ্নেয়গিরীর মতো জ্বলতে থাকে আগুন । ধীরে ধীরে আগুন ছড়িয়ে পড়ে পাহাড়ের বিভিন্ন অংশে । ঝলসে যায় গাছপালা সহ কিছু বন্যপ্রাণী এমনটাই জানালেন শিউলীবোনার বাসিন্দা অমরনাথ মুমূ।
এই মুহূর্তে পাহাড়ে উপস্থিত রয়েছে দমকল , পুলিশ এবং বনবিভাগের কর্মীরা । স্থানীয় রেঞ্জ অফিসার এসা বোস জানান , আশেপাশের গ্রামের যেসকল বন রক্ষা কমিটির সদস্যরা রয়েছেন তাদের নিয়ে তিনটি দলে ভাগকরে আমরা আগুন নিয়ন্ত্রনের চেষ্টা এবং প্রায় সকাল এগারোটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে ।
কী ভাবে আগুন লাগল এই প্রশ্নের উত্তরে তিনি বলেন , কেউ হয়তো ধুমপান করার পর অবশিষ্ট ফেলে দেওয়ার ফলে শুকনো পাতার মাধ্যমে অগ্নিসংযোগ ঘটে । তিনি আরও জানান , যাতে আর আগুন না লাগে তার জন্য আমরা আজ রাত পর্যন্ত মনিটরিং করবো । তিনি অবশ্য বন্যপ্রাণী মৃত্যুর অভিযোগকে অস্বীকার করেছেন ।
সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী আগুন এখন নিয়ন্ত্রণে ।
Social Plugin