মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের সাংবাদিক বৈঠকে জানান, তিনটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। রেস্ট্রিকশন ও রিলাক্সেশন, অর্থনৈতিক, এনফোর্সমেন্ট এই তিনটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। সাথে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ দূরে থাকায় একজন সিনিয়র ডাক্তার ও সঙ্গে অভিজিৎ চৌধুরীকে পাঠানো হচ্ছে উত্তরবঙ্গে।
নিজামুদ্দিন নিয়ে তিনি বলেন, রোগ কখনও হিন্দু- মুসলমান দেখে আসে না। ভারত সরকার রাজ্যকে রিপোর্ট করলেই আমরা ব্যবস্থা নিতে পারি। রাজ্যের মুখ্যমন্ত্রী এদিন বলেন, "নিজামুদ্দিনে জমায়েতের জন্য কেন অনুমতি দেওয়া হয়েছিল ? নিজামুদ্দিনে এ রাজ্য থেকেও অনেকে গেছিল। ধর্ম দেখে রোগ আসে না। লকডাউনের আগে ১৩ মার্চ নিজামুদ্দিনে ধর্মীয় সমাবেশ হয়। তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই ১০৮ জন বিদেশিকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। বাংলা থেকে ৭৯ জন ছিল, মোট ২০০ জন কোয়ারেন্টিনে আছেন। রাজ্যের কাছে হাইড্রোক্সিক্লোরোকুইন মজুত আছে। "
সাথে সাথে আবারও এদিন তিনি রাজ্যবাসীর জন্য সতর্ক বার্তা দেন। তিনি সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলেন। সাথে সাথে নিজেদের থালায় নাম লেখার কথা বললেন তিনি, নিজেরা নিজেদের থালায় খাবেন বলেও পরামর্শ দেন। যাদের মাস্ক আছে তাঁদের মাস্ক ব্যবহার করতে বললেন তিনি। বাইরে গেলে, বাজারে গেলে, গল্প- আলোচনা করলেও মাস্ক পড়ার কথা বললেন তিনি।
লক ডাউন নিয়ে তিনি বলেন, "লকডাউনে মানুষের কষ্ট হলেও করোনা সবচেয়ে বড় সমস্যা। লকডাউন বাড়ানো হলেও মানবিকভাবে দেখা উচিত। লকডাউনে কড়াকড়ি হোক, বাড়াবাড়ি নয়। বাজারে গেলে নিয়মশৃঙ্খলা মানুন। নিয়ম মেনে, সামাজিক দূরত্ব রেখে বাজার যান। "
ব্যাঙ্কের ইমিআই তিন মাস পিছিয়ে দিলেও চলবে বলে জানান ব্যাঙ্ক গুলি কিন্তু কাজ হচ্ছে না এ নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ব্যাঙ্কিংক সেক্টর রাজ্যের হাতে নয়। তবে ফিনান্স ডিপার্টমেন্টকে জানানোর কথা জানান তিনি।
সাংবাদিক বৈঠকে জানানো হয়-
১। রাজ্যে করোনা আক্রান্ত বেড়ে ৭১
২। এন আর এস এর ৩০ জন চিকিৎসক, ৫ জন নার্স সুস্থ আছে
৩। ৭১ জনের মধ্যে ১১ টি পরিবারের লোক
৪। বেলেঘাটা হাসপাতালে ১৬ জন ভর্তি আছে, ৩ জন আজ ছাড়া পাবে
৫। ৪২ হাজার ২৫১ লিটার হ্যান্ড স্যানিটিজার্ সারা রাজ্যে সরবরাহ হয়েছে
৬। ৫০০০ থার্মাল গানস সরবরাহ হয়েছে
৭। তিনটি টাস্ক ফোর্স তৈরী করা হয়েছে।
৮। ১ লক্ষ ২৮ হাজার ৫৫০ N95 মাস্ক সরবরাহ হয়েছে
৯। ভারতের পাচটি কোম্পানি hydroxychloroquine তৈরি করে। এর মধ্যে দুটো গুজরাটে। তবে আমাদের রাজ্যে যথেষ্ট পরিমান hydroxychloroquine রয়েছে। ( পরিমাণ জানানো হয়নি।)
১০। ২ লক্ষ ৩৭ হাজার ১০০ পিপিই কিট সাপ্লাই করা হয়েছে।
১১। গ্লাভস ৩ লক্ষ সাপ্লাই করা হয়েছে।
১। রাজ্যে করোনা আক্রান্ত বেড়ে ৭১
২। এন আর এস এর ৩০ জন চিকিৎসক, ৫ জন নার্স সুস্থ আছে
৩। ৭১ জনের মধ্যে ১১ টি পরিবারের লোক
৪। বেলেঘাটা হাসপাতালে ১৬ জন ভর্তি আছে, ৩ জন আজ ছাড়া পাবে
৫। ৪২ হাজার ২৫১ লিটার হ্যান্ড স্যানিটিজার্ সারা রাজ্যে সরবরাহ হয়েছে
৬। ৫০০০ থার্মাল গানস সরবরাহ হয়েছে
৭। তিনটি টাস্ক ফোর্স তৈরী করা হয়েছে।
৮। ১ লক্ষ ২৮ হাজার ৫৫০ N95 মাস্ক সরবরাহ হয়েছে
৯। ভারতের পাচটি কোম্পানি hydroxychloroquine তৈরি করে। এর মধ্যে দুটো গুজরাটে। তবে আমাদের রাজ্যে যথেষ্ট পরিমান hydroxychloroquine রয়েছে। ( পরিমাণ জানানো হয়নি।)
১০। ২ লক্ষ ৩৭ হাজার ১০০ পিপিই কিট সাপ্লাই করা হয়েছে।
১১। গ্লাভস ৩ লক্ষ সাপ্লাই করা হয়েছে।
Social Plugin