Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিনহাটায় মাস্কের কালোবাজারির প্রতিবাদে সাধারন জনগন-পাশে তরুন এস ডিও শেখ আনসার

সরকার মাস্ক ও হ্যান্ড সানিটাইজার অতি প্রয়োজনীয় বস্তু ঘোষণা করার পরেও আজ দিনহাটার একটি মেডিক্যাল স্টোর 10 টাকার মাস্ক 130 টাকায় বিক্রি করে বলে অভিযোগে। এরপর জনগণ দোকান ঘিরে বিক্ষোভ দেখতে শুরু করে। দোকান মালিক বর্তমানে পলাতক। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। 

এরপর সবাই দিনহাটার এসডিও শেখ আনসারের দ্বারস্থ হয়। তিনি উক্ত দোকানের বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। 

উল্লেখ্য করোনা প্রতিরোধে অতি প্রয়োজনীয় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বাজার থেকে উধাও এমনি অভিযোগ আসছিলো দিনহাটা থেকে। আরও অভিযোগ রয়েছে উচ্চ দামে কালোবাজারির।  দিনহাটায় কিছু দোকানে N-95 মাস্ক 300টাকাতেও বিক্রি হচ্ছে বলে অভিযোগ। 

দিনহাটার বাসিন্দা সাগর চৌধুরি জানান, আন্তর্জাতিক মহামারির এই দুর্দিনে আমরা কালোবাজারি রুখতে নজরদারি চালাবো, যেভাবে প্রশাসনের সহযোগিতা পাচ্ছি তাতে আমাদের মনোবল অনেক বৃদ্ধি পেয়েছে। আশা রাখবো প্রশাসন আগামীতে এই ভাবেই আমাদের পাশে থাকবে। 

দিনহাটার জনগণ উক্ত বিক্ষোভ সমর্থনের পাশাপাশি আরো বাকি দোকান গুলিতে নজরদারির দাবি জানান।

বিস্তারিত ভিডিওতে-

Ad Code