আজ কোচবিহার জেলার দিনহাটার বাসন্তীরহাটে হঠাৎ সন্ধ্যায় দেখা যায় বাড়ির মহিলারা বাড়ির বাইরে প্রদীপ জ্বালিয়ে করোনা ভাইরাস আটকাতে প্রার্থনা করছে। জানাগেছে, যাদের এক সন্তান তাদের অবশ্যই প্রদীপ ও ধূপকাঠি জ্বালাতে হবে এবং সেই সাথে তিনজনকে বলতে হবে-এমনি গুজবে মেতেছে বাসন্তীরহাটের কিছু এলাকার বাড়ির মহিলারা।
স্থানীয় বাসিন্দা ভবেশ সরকার জানান- করোনা নিয়ে সচেতনতা যত বৃদ্ধি পাচ্ছে তার থেকে বেশি ছড়াচ্ছে আতঙ্ক, আজকের এই ঘটনা তারই নমুনা।
বিস্তারিত ভিডিওতে-
Social Plugin