Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনা রুখতে বাড়ির বাইরে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা



করোনা রুখতে গুণিনের পরামর্শে ঘরে ঘরে প্রদীপ-মোমবাতি জ্বালানোর হিড়িক বাসন্তীরহাটে।


আজ কোচবিহার জেলার দিনহাটার বাসন্তীরহাটে হঠাৎ সন্ধ্যায় দেখা যায় বাড়ির মহিলারা বাড়ির বাইরে প্রদীপ জ্বালিয়ে করোনা ভাইরাস আটকাতে প্রার্থনা করছে। জানাগেছে, যাদের এক সন্তান তাদের অবশ্যই প্রদীপ ও ধূপকাঠি জ্বালাতে হবে এবং সেই সাথে তিনজনকে বলতে হবে-এমনি গুজবে মেতেছে বাসন্তীরহাটের কিছু এলাকার বাড়ির মহিলারা। 


স্থানীয় বাসিন্দা ভবেশ সরকার জানান- করোনা নিয়ে সচেতনতা যত বৃদ্ধি পাচ্ছে তার থেকে বেশি ছড়াচ্ছে আতঙ্ক, আজকের এই ঘটনা তারই নমুনা।

বিস্তারিত ভিডিওতে-

Ad Code