pic source: TOI

আজ ছিল আপার প্রাইমারির শুনানি।  কোর্টের দিকে তাঁকিয়ে ছিল প্রার্থীদের একাংশ। কিন্তু, আজও হল না রায়। আজ আপার প্রাইমারী কেসের শুনানি ৩৯ নম্বর কোর্টে ছিল। শুনানি শেষ হতেই কোর্টের সামনেই তীব্র ক্ষোভ প্রকাশ করে হবু শিক্ষকমহল। এদিন প্রায় ৫৫-৬০জন হবু শিক্ষক উপস্থিত ছিলেন কোর্ট চত্বরে। 

যে সমস্ত পজিটিভ ডেভোলোপমেন্ট হচ্ছিল এই কেসে তাতে মনে করা হচ্ছিল যে আজ হয়তো কিছু একটা পজিটিভ নিউজ বেরিয়ে আসবে। কিন্তু সব আশায় জল ঢেলে দিয়ে ফের একটা নতুন ডেট পড়ায় বিক্ষোভ এবং ধর্না শুরু করেছে চাকরীপ্রার্থীরা বলে খবর বেরিয়েছে আসছে। 

যদিও, এর মাঝে নতুন শিক্ষক নিয়োগ করার জন্য শিক্ষক নিয়োগ নীতিও প্রকাশ করে ফেলেছে এসএসসি। এই মামলার মিটলেই নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করবে এসএসসি। কিন্তু একের পর এক শুনানি চললেও এই মামলার নিস্পত্তি না ঘটাতে চিন্তিত সকল প্রার্থীই। এই কেসের পরবর্তী শুনানির জন্য আগামী ১৩ ই মার্চ দিন ধার্য হয়েছে বলে জানা গিয়েছে ।