স্মৃতির ২১ বছর: ২০০৪-এর সেই অভিশপ্ত দিন আজ ভুলতে পারেননি
নিজস্ব সংবাদদাতা: আজ ২৬শে ডিসেম্বর। পৃথিবীর ইতিহাসের অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের ২১তম বার্ষিকী। ২০০৪ সালের আজকের দিনেই ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রার পশ্চিম উপকূলে ভারত মহাসাগরের তলদেশে ৯.৩ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এই কম্পন এতটাই তীব্র ছিল যে তা জন্ম দিয়েছিল দানবীয় এক সুনামির, যা মুহূর্তে গ্রাস করেছিল ভারত মহাসাগর সংলগ্ন উপকূলবর্তী দেশগুলোকে।
ভয়াবহতার পরিসংখ্যান:
- এই সুনামির তাণ্ডবে পৃথিবীর ১৪টি দেশের প্রায় ২,৭৫,০০০ মানুষ প্রাণ হারিয়েছেন।
- এর প্রভাব পড়েছিল ১০ লক্ষাধিক মানুষের জীবনের ওপর।
- ভারতে প্রাণ হারিয়েছিলেন প্রায় ১৭ হাজার মানুষ, যার অর্ধেকের বেশিই ছিল শিশু ও কিশোর-কিশোরী।
আজ সেই বেদনাদায়ক ঘটনার স্মরণে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং কেরালার সমুদ্র উপকূলে স্বজন হারানো মানুষরা সমবেত হন। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং বিদেহী আত্মার শান্তির কামনায় তাঁরা প্রথা অনুযায়ী সমুদ্রে দুধ ঢেলে প্রার্থনা করেন। এই দিনটি শুধুমাত্র ভারতের ইতিহাসে নয়, বরং বিশ্বের ইতিহাসে অন্যতম মারাত্মক এবং বৃহত্তম আন্তর্জাতিক প্রাকৃতিক দুর্যোগ হিসেবে চিহ্নিত হয়ে আছে। প্রকৃতি ও মানুষের এই লড়াইতে ২০০৪-এর সেই দিনটি আজও এক চিরস্থায়ী ক্ষত হিসেবে রয়ে গিয়েছে।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊