রবীন্দ্রভারতীর পর এবার মালদা জেলার বিখ্যাত একটি বালিকা বিদ্যালয়কে কলঙ্কিত করল একদল ছাত্রী, তাদের প্যারোডি বিশ্বকবি রবীন্দ্রনাথ কে শুধু অপমানিত করেছে ,তা নয়, শালীনতার সমস্ত সীমা লঙ্ঘন করেছে। ইতিমধ্যে শ্যোসাল মিডিয়ায় সেই গানের ভিডিও ভাইরাল।
দোল উৎসবকে ঘিরে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে যা শুরু হয়েছিল,মালদার এই ছাত্রীরা তা চরম জায়গায় নিয়ে গেল। এই ঘটনার চরম নিন্দা করেছেন অখিল ভারত হিন্দু মহাসভার ,মালদা জেলা সভাপতি উত্তম কুমার নন্দী । তিনি বলেন "এটা সমাজের কলঙ্ক, এক শ্রেণীর তথাকথিত বুদ্ধিজীবীরা এই ছেলে মেয়েদের মনে এই বিষাক্ত বীজ বপন করছেন। তারই প্রতিফলন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় ও মালদার ঘটনা। কে এই গায়ক প্রথমে তাকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি, কি করে এত সাহস হয় বিশ্বকবি কে অপমান করার। এদের DNA ভারত বিরোধী।এদের জেলের বাইরে রাখলে সমাজ নষ্ট হবেই। তাই অবিলম্বে ওই গায়ককে গ্রেফতার করতেই হবে।"
BREAKING NEWS
|
একই সাথে তিনি দাবী তোলেন- "ছাত্র ও ছাত্রীদের ও ছাড় দিলে হবেনা। সমাজ কে বার্তা দিতে স্কুল ও বিশ্ববিদ্যালয় কেও শাস্তি দিতে হবে ওই অভদ্র ছেলে মেয়েদের।"
হিন্দু মহাসভা র পক্ষ থেকে জেলা সভাপতি উত্তম কুমার নন্দী সহ জেলার নেতৃত্ব উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সাথে দেখা করে অভিযুক্তদের বিষয়ে ব্যবস্থা নিতে অনুরোধ করবেন বলে জানিয়েছেন।
Social Plugin