ফাল্গুনের হাত ধরেই বসন্তের আগমন। পয়লা ফাল্গুন বা পহেলা ফাল্গুন বাংলা পঞ্জিকার একাদশতম মাস ফাল্গুনের প্রথম দিন ও বসন্তের প্রথম দিন। গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে ১৩ ফেব্রুয়ারি পহেলা ফাল্গুন বা বসন্ত উৎসব পালিত হয়।


রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের দোল উৎসব ঘিরে বিতর্ক দেখা দিয়েছে। এই উৎসবে অশ্লীলতার অভিযোগে সরব হয়েছেন প্রাক্তনীদের একাংশ। একইসঙ্গে কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন তাঁরা।


সম্প্রতি রোদ্দুর রায় নামের একজন ইউটিউবার রবীন্দ্রনাথের ঠাকুরের 'চাঁদ উঠেছিল গগনে' গানটি 'বিকৃত' করে গেয়ে তাঁর চ্যানেলে প্রকাশ করেন। মুহূর্তে ভাইরাল হয়ে যায় তা। 


বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিগুলিতে দেখা যায়, রোদ্দুর রায়ের গাওয়া রবীন্দ্র সঙ্গীতের বিকৃত কিছু লাইন মহিলাদের পিঠে আবির দিয়ে লেখা। 



যা ঘিরে স্বাভাবিকভাবে অশ্লীলতার অভিযোগ উঠেছে। এ নিয়ে ক্ষোভ উগড়ে দেন প্রাক্তনীরা। বিষয়টি যে তাদের চোখে পড়েছে তা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে তারা।