বর্তমান সময় কালে পুঁথিগত শিক্ষার পাশাপাশি কর্মসংস্থান মুখী শিক্ষায় ছাত্র - যুবদের উদ্ভুদ্ধ করতে দিনহাটায় "বীরেন পোদ্দার স্টাডি সেন্টার" এর উদ্বোধন হল আজ।

প্রদীপ  প্রজ্জ্বলনের মাধ্যমে "বীরেন পোদ্দার স্টাডি সেন্টার" এর উদ্বোধন করেন প্রবীন শিক্ষক শ্রী জগদীশ  বসাক। উপস্থিত ছিলেন শ্রী জগদীশ  বসাক,  শ্রী সব্যসাচী মিত্র,  শ্রী পল্লব চৌধুরি, শ্রীমতী মালতী রায় পোদ্দার, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শ্রী তারা সাধন সিংহ,  শিক্ষক তারাপদ বর্মন, বিশ্বনাথ চৌধুরী, দেবাশীষ দেব, পল্লব দেব প্রমুখ।