pic source: india today
 




চার বছরের অপেক্ষার পর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্ৰাইমারী এডুকেশন এর (WBBPE) টেট (TET) পরীক্ষার দিনক্ষণ প্রকাশ করতে চলেছে বোর্ড। চলতি বছরের মার্চ মাস নাগাদ পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট wbbpe.org তে টেট প‍রীক্ষার নোটিশ প্রকাশ হবে বলে খবর এবং এই বছরের মাঝামাঝি টেট (TET) পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। 

২০১৭ সালের বিজ্ঞপ্তি অনুসারে পরীক্ষা হবে বলে জানা গেছে। পরীক্ষার দিনক্ষন পরীক্ষার প্রায় ১/২ মাস আগে অফিসিয়াল ওয়েবসাইট মারফত জানা যাবে। তবে মোট শূন‍্যপদের সংখ‍্যা সামনে না আসলেও সূত্রের খবর ৩০০০০ থেকে ৩৫০০০ শূন‍্যপদ এর জন‍্য পরীক্ষা হবে। 2017 সালে ফর্ম ফিলাপ করেছিল তাদেরকে নতুন করে ফর্ম পূরণের দরকার পরবেনা বলে জানা গিয়েছে। ফলে 2017 আবেদনকারীরা ঐ আগের ফর্ম নিয়েই TET পরীক্ষায় বসতে পারবে। তবে সূত্রের দাবি নতুন করে আবার নতুন করে আরও এক বার ফর্ম ফিলাপ এর জন্য রেজিস্টেশন পোর্টাল খোলা হবে। 

সম্ভাব‍্য মাধ‍্যমিক ও উচ্চ মাধ‍্যমিক পরীক্ষার পরেই প্রকাশ হতে চলেছে টেটের পরীক্ষার দিনক্ষন।


মাদ্রাসে সার্ভিসে শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু করতে চলেছে কমিশন

আরও পড়ুন- নিগমনগরে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে ধর্ণায় প্রেমিকা