সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে কমিটির দাবিকে মান্যতা না দিয়ে মাদ্রাসা সার্ভিস কমিশনকে বৈধতা দেয়। ফলে এই মুহূর্তে কাজ চালাতে কোনো বাঁধা না থাকায় শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু করতে চলেছে কমিশন। 

শারীরশিক্ষা ও কর্মশিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া খুব শীঘ্রই আরম্ভ হবে জানিয়ে মাদ্রাসা সার্ভিস কমিশন এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ষষ্ট SLST তে শারীর শিক্ষা ও কর্মশিক্ষা উভয় বিষয়ে আবেদনকারীরা লিখিত পরীক্ষায় বসতে পারবে বলে জানানো হয়েছে। ২০১৪ সালের পর মামলার জেরে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের কোনও পরীক্ষা নিতে পারেনি মাদ্রাসা সার্ভিস কমিশন । 
আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে এখানে ক্লিক করুন


পাঁচটি মাদ্রাসাতে কোনও স্থায়ী শিক্ষক নেই। এছাড়া, বর্তমানে মাদ্রাসাগুলির শিক্ষক পদে পাঁচ হাজারের বেশি শূন্যপদ রয়েছে। শূন্য শিক্ষাকর্মীর সংখ্যা রয়েছে দেড় হাজারের বেশি। দেড়শো প্রধান শিক্ষকের পদ খালি রয়েছে। 

এছাড়া প্রায় আড়াই হাজার শিক্ষকের বদলির আবেদন থমকে আছে। যা দ্রুত নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছে কমিশন। আরও বিস্তারিত জানার জন্য কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন ।