pic source: decanherald
বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন গদিকে শক্ত করতে মাঠে নেমেছে তৃণমূল শিবির। সরকারী প্রকল্পের সুবিধা ঘরে ঘরে পৌঁছে দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ার প্রশাসনিক বৈঠকে দলকে তো বার্তা দিলেন, একইসঙ্গে রীতিমতো লিখিয়েও দিলেন মুখ্যমন্ত্রী। ঘোষিত বাজেট জয় জোহর প্রকল্প অনুসারে আদিবাসীরা পেনশন পাবেন। মূখ‍্যসচিব প্রকল্পের যাবতীয় তথ‍্য ওয়েবসাইট দেখানোর সময় মূখ‍্যমন্ত্রী তা লিখে নেওয়ার নির্দেশ দেন। বৈঠকে বলেন ,"এটা নোট করো। পেন নিয়ে লেখো। যা বলছে তথ্যগুলো নোট করো। এই পেন নিয়েছো? বিধায়ক, কাউন্সিলর, আইসি-দের ও দিন এই ওয়েবসাইটের তথ্য।'' 

বাঁকুড়া জেলা যেহেতু আদিবাসী সংখ্যা বেশি তাই ইতিমধ্যেই জেলাশাসককে এই জেলার আদিবাসী কারা পেনশন পেতে পারে তার তালিকা আগে থেকে তৈরি করার নির্দেশ দেন তিনি। 

পঞ্চায়েত থেকে পুরসভা। দলের নির্বাচিত জনপ্রতিনিধি নেতাদের অনেকের জন‍্য মানুষের যে ক্ষোভ তার মাসুল দিতে হয়েছে তৃণমূলকে। রাজনৈতিক মহল মনে করছে সেকথা মাথায় রেখে এখন থেকেই দলকে সঠিক রাস্তায় আনতে চাইছেন মমতা। সেই দিকটা থেকে ফিরে শক্তপোক্ত হওয়ার প্রয়াস চলছে।