বিয়ের দাবীতে দুই দিন ধরে প্রেমিকের বাড়িতে ধর্ণায় প্রেমিকা, ঘটনাটি ঘটেছে দিনহাটার নিগমনগর আশ্রম পাড়া এলাকায় l
প্রেমিকের সঙ্গে সম্পর্কে জড়ায় কোয়ালিদাহ এলাকার জনৈক এক তরুণী l তরুণী জানায় অনেক দিন থেকে তাঁদের সম্পর্ক, সম্পর্কের কথা দুই পরিবারের লোকই জানতো, তরুণীর বাড়িতে যাতায়াত ছিল প্রেমিকের l
কিন্তু বিয়ের দাবী করায় বেঁকে বসে প্রেমিক, যোগাযোগ বন্ধ করে প্রেমিকার সাথে l তরুণীর বাড়ি থেকে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো উত্তর পাওয়া যায়নি, তাই বাধ্য হয়ে তরুণী ধর্ণায় বসে l প্রেমিকের বাড়ীর লোক পলাতক।
এলাকার লোক তালা ভেঙে মেয়েকে ঘরে ঢুকিয়ে দিয়েছে বলে সূত্রের খবর।
Social Plugin