Latest News

6/recent/ticker-posts

Ad Code

অভিনব নবিনবরণ দেওয়ানহাট মহাবিদ্যালয়ের বাংলা বিভাগে

Sangbad Ekalavya:
আজ দেওয়ানহাট মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের বরণ করে নেওয়া হয়।  নবীন বরণ অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলনের  মাধ্যমে উদ্বোধন করেন- ইতিহাস বিভাগের প্রধান অধ্যাপক স্বাধীন ঝা, বাংলাবিভাগের প্রধান অধ্যাপিকা দীপ্তি রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ডঃ জসর আহমেদ ইউসুফ হক, শ্রী ধর্মেন্দ্র বর্মন,শ্রীমতি অজন্তা চৌধুরী, ইতিহাস বিভাগের অনুজা লামা, সাবিদুল হক, ইংরেজি বিভাগের দেবস্মিতা বিশ্বাস  প্রমূখ।  
আজকের এই নবীন বরণ অনুষ্ঠানে নবীনদের হাতে একটি করে গাছের চারা তুলে দেন বিভাগের দাদা-দিদিরা। বর্তমান সময়ে বৃক্ষের প্রয়োজনীয়তা কে গুরুত্ব দিয়ে এই নবীন বরণ অনুষ্ঠানে গাছের চারা উপহার দেওয়া হয় বলে জানান বিভাগের দাদা-দিদিরা।  
অনুষ্ঠান সম্পর্কে কি বললেন বিভাগীয় প্রধান- শুনে নিন ভিডিওতে ক্লিক করে-


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code