শুভাশিস দাশ : বঙ্গ জীবনে বারো মাসে তেরো পার্বণের বড় উত্সব আমাদের শারদীয় উত্সব । ঘরের মেয়ে উমা আসছেন তাঁর বাপের বাড়িতে । ধরাধামে তাই সাজ সাজ রব উঠেছে ।
নদীপারে কাশ ফুল মাথা নেড়ে জানিয়ে দিচ্ছে উমা এলো । বাতাসে আগমনীর সুর ভাসছে । নীল আকাশে পেঁজা তুলোর মেঘ উড়ে উড়ে খবর দিচ্ছে আনন্দের ।
কুমোর পাড়া মা কে গড়তে ব্যস্ত ।
লক্ষ লক্ষ টাকার বাজেট আর চোখ ধাঁধানো প্যান্ডেলের পাশে ন্যাংটা ছেলেটির কি কেউ খোঁজ নিয়েছ? আলোর ওই পারে যে অন্ধকার তা আমাদের চোখ এড়িয়ে যায় ! আজো অসুরের দাপাদাপিতে অতিষ্ট জীবন ! কোথায় তোমার সেই রণচন্ডি রূপ ? দেখছো না যেখানে সেখানে নারীরা লাঞ্ছিতা হচ্ছে ! তুমি না মহামায়া ? তবে কেন আমরা তোমার স্নেহ থেকে বঞ্চিত মা !
হে অসুর নাশিনি তুমি এই ধরায় এসে আর একটি বার অসুর গুলোকে নিধন করো ! আমাদের শক্তি দাও , সাহস দাও ! তোমার পুজোয় যেন সবার ঘরে আলো জ্বলে ! হে অমৃতজ্যোতি তোমার আলোকে এই বসুধা হোক অলোক ময় !