Latest News

6/recent/ticker-posts

Ad Code

বিশ্বজয়ী সৌরভ সাহাকে স্পনসর করল দিনহাটা বয়েজ রিক্রিয়েশন ক্লাব

বিশ্বজয়ী সৌরভ সাহাকে স্পনসর করল দিনহাটা বয়েজ রিক্রিয়েশন ক্লাব

Dinhata Boys Recreation Club sponsors world champion Sourav Saha

দিনহাটার গর্ব, পুলিশ ও ফায়ার গেমসে বিশ্বজয়ী সৌরভ সাহা-কে স্পনসরশিপ প্রদান করল দিনহাটা বয়েজ রিক্রিয়েশন ক্লাব। শুক্রবার এক অনুষ্ঠানে সৌরভের হাতে আনুষ্ঠানিকভাবে স্পনসরশিপ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের কর্ণধার গোকুল সরকার, সভাপতি সুবীর দত্ত, সম্পাদক অর্ঘ্য কমল সরকার, সহ-সম্পাদক স্বপন সাহা প্রমুখ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, সৌরভ সাহার অসামান্য সাফল্য শুধু দিনহাটার নয়, গোটা জেলার গর্ব। তাঁর প্রতিভা ও নিষ্ঠা তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা।

ক্লাব কর্তৃপক্ষ জানান, আন্তর্জাতিক অঙ্গনে আরও সাফল্য অর্জনের জন্য যথাযথ প্রস্তুতি ও প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সৌরভের পথচলাকে আরও এগিয়ে নিয়ে যেতে এই স্পনসরশিপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মতে, এই সমর্থন সৌরভের ভবিষ্যৎ সাফল্যের পথে এক নতুন দিশা খুলে দেবে। ক্লাবের এই উদ্যোগে দিনহাটায় ক্রীড়াচর্চার প্রতি মানুষের আগ্রহ আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code