Sangbad Ekalavya:
দেওয়ানহাট কলেজে এবিভিপি ও তৃণমূল  ছাএ সংসদের কাজিয়া এখন নিত্য নৈমিত্তিক ঘটনা।কিছুদিন আগে কলেজ চত্বরে বোমা ,কলেজের সামনের দোকান লুঠপাট হয়। সেখানে দুই দলের ছাএ সংসদেরই নাম ওঠে। সেই রেশ কাটতে না কাটতেই আবারও দুই তিনদিন থেকেই দুই দলের ছাএদের মধ্যে উওেজনা শুরু হয়। সংবাদ প্রতিনিধির কাছে দুই দলই কলেজের অশান্তির জন্য একে অন্যের উপর দোষ চাপায়। এবিভিপির বক্তব্য- কলেজের বাইরে প্রায়শই চলে বোমাবাজি, নিরাপত্তাহীনতায় ছাত্রছাত্রীরা কলেজে আসতে ভয় পাচ্ছে- পড়াশুনা লাটে উঠেছে। 
এবিভিপির কার্যকর্তা শুভম মোদক এই বিষয়ে কি বললেন শুনে নিন নীচের ভিডিওতে-