Latest News

6/recent/ticker-posts

Ad Code

Weather Update: সরস্বতী পুজো কাটতে না কাটতেই বঙ্গে আবহাওয়ার ভোলবদল

Weather Update: সরস্বতী পুজো কাটতে না কাটতেই বঙ্গে আবহাওয়ার ভোলবদল

West Bengal Weather Update, Kolkata Weather, Winter Forecast Bengal, Alipore Weather Office, Paschimi Jhanjha, Temperature Rise, Fog Warning, Weather Report Bengali, শীতের বিদায়, আবহাওয়ার খবর


সরস্বতী পুজো কাটতে না কাটতেই বঙ্গে আবহাওয়ার ভোলবদল। মাঘ মাসের মাঝামাঝিতেই যেন শীতের বিদায়ঘণ্টা বেজে গেল। সোমবার সকালেও বাতাসে হালকা শীতের আমেজ থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা উধাও হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গে নতুন করে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা কার্যত নেই, বরং ধীরে ধীরে তাপমাত্রার পারদ চড়ারই ইঙ্গিত মিলছে।

তাপমাত্রার খতিয়ান সোমবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করছে। অন্যদিকে, পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা কম থাকলেও, সেখানেও পারদ ১১ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। আবহাওয়া দপ্তরের মতে, সকাল এবং সন্ধ্যায় শীতের শিরশিরানি অনুভূত হলেও, দুপুরের চড়া রোদে শীতের আমেজ আর পাওয়া যাচ্ছে না।

হঠাৎ এই তাপমাত্রা বৃদ্ধির নেপথ্যে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার ঘনঘটা। আবহাওয়াবিদদের মতে- উত্তর-পশ্চিম ভারতে (জম্মু ও কাশ্মীর এবং সংলগ্ন এলাকায়) নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে। আগামী ৩০শে জানুয়ারি আরও একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

পাশাপাশি, দক্ষিণ পাঞ্জাবের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার অক্ষরেখা দক্ষিণ-পশ্চিম রাজস্থান পর্যন্ত বিস্তৃত। এই পর পর পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তুরে হাওয়া বাধাপ্রাপ্ত হচ্ছে, যার জেরে বাংলা থেকে শীত কার্যত বিদায় নিতে চলেছে।

তাপমাত্রা বাড়লেও কুয়াশার দাপট এখনই কমছে না। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সকালের দিকে হালকা কুয়াশা থাকবে। তবে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, দুই বর্ধমান, নদীয়া ও উত্তর ২৪ পরগনায় মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণে ঘন কুয়াশার কোনও সতর্কবার্তা নেই। উত্তরের জেলাগুলিতে আগামী কয়েকদিন ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে।

উত্তরবঙ্গে আগামী পাঁচ দিন সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ কোনও হেরফের হবে না। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। সমতলের জেলাগুলিতে তাপমাত্রা ১০ থেকে ১৫ ডিগ্রির মধ্যে থাকার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code