থাইল্যান্ডে 'যৌন পরিষেবা' নিয়ে টাকা না দেওয়ায় ট্রান্সজেন্ডার যৌনকর্মীরা ভারতীয় পর্যটককে মারধরের অভিযোগ, ভাইরাল ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য
পাত্তায়া:
থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটন কেন্দ্র পাত্তায়া ওয়াকিং স্ট্রিটে এক ভারতীয় পর্যটককে মারধরের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একাধিক ভিডিয়োতে দেখা গিয়েছে, একদল ট্রান্সজেন্ডার যৌনকর্মী প্রকাশ্য রাস্তায় ওই ভারতীয় নাগরিককে ঘিরে ধরে জুতো-চপ্পল দিয়ে মারধর করছেন। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি সংবাদ একলব্য।
স্থানীয় সংবাদমাধ্যম ‘থাইগার’ (Thaiger)-এর রিপোর্ট অনুযায়ী, ঘটনাটি ঘটে ২৭ ডিসেম্বর, শনিবার ভোরে, পাত্তায়া ওয়াকিং স্ট্রিটের প্রবেশপথের কাছে। অভিযোগ, যৌন পরিষেবার পারিশ্রমিক না দেওয়াকে কেন্দ্র করে ভারতীয় পর্যটকের সঙ্গে এক ট্রান্সজেন্ডার যৌনকর্মীর বচসা শুরু হয়। সেই বিবাদই পরে ভয়াবহ আকার নেয়।
খবর অনুযায়ী, ভোর প্রায় ৫টা ৩০ মিনিট নাগাদ সাওয়াং বরিবুন ধম্মস্থান ফাউন্ডেশনের উদ্ধারকর্মীরা জরুরি ফোন পান। ঘটনাস্থলে পৌঁছে তাঁরা এক বিদেশি নাগরিককে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। আহত ব্যক্তির পরিচয় জানা গিয়েছে, তিনি ৫২ বছর বয়সি ভারতীয় নাগরিক রাজ জাসুজা।
উদ্ধারকারীরা জানান, তাঁর মুখে ও মাথার পেছনে স্পষ্ট আঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসার পর তাঁকে পাত্তামাকুন হাসপাতালে ভর্তি করা হয়।
সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োতে দেখা যায়, একাধিক ট্রান্সজেন্ডার যৌনকর্মী ওই ভারতীয় পর্যটককে ঘিরে ধরে রাস্তায় ধাওয়া করছেন এবং জুতো-চপ্পল দিয়ে মারধর করছেন। জনসমক্ষে এমন হিংসাত্মক ঘটনার দৃশ্য দেখে নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিশেষ করে পাত্তায়া ওয়াকিং স্ট্রিটের মতো ব্যস্ত ও জনপ্রিয় পর্যটন এলাকায় এই ঘটনা হওয়ায় উদ্বেগ আরও বেড়েছে।
‘থাইগার’-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ১৯ বছর বয়সি এক থাই প্রত্যক্ষদর্শী ফংফন উদ্ধারকর্মীদের জানান, প্রথমে ভারতীয় পর্যটক ও এক ট্রান্সজেন্ডার যৌনকর্মীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। দু’জনকেই একে অপরকে ধাওয়া ও মারধর করতে দেখা যায়। এরপর পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
প্রত্যক্ষদর্শীর দাবি, ওই ট্রান্সজেন্ডার যৌনকর্মী তাঁর কয়েকজন বন্ধুকে ফোন করে ডাকেন। তারপর একসঙ্গে একাধিক ব্যক্তি ভারতীয় পর্যটকের উপর হামলা চালান, যার ফলে তিনি গুরুতরভাবে আহত হন।
প্রাথমিকভাবে জানা যাচ্ছে, যৌন পরিষেবার পারিশ্রমিক না দেওয়া নিয়েই এই বিবাদ। তবে থাইল্যান্ডের প্রশাসন এখনও সমস্ত তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। গোটা ঘটনার তদন্ত চলছে বলে খবর।
এই ঘটনায় পর্যটকদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে, বিশেষ করে বিদেশি পর্যটকদের ক্ষেত্রে। থাই প্রশাসনের তরফে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে চূড়ান্ত মন্তব্য করা হয়নি।
Source: India Today

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊