খোদ বিএলও-র নামেই হিয়ারিং নোটিশ! নজিরবিহীন ঘটনায় চরম অস্বস্তিতে স্কুল-শিক্ষক
নিজস্ব সংবাদদাতা, সামশেরগঞ্জ: অন্যের নাগরিকত্ব বা ভোটার তথ্য যাচাই করতে নোটিশ বিলি করছিলেন তিনি। কিন্তু দিনের শেষে নিজের হাতেই এল নিজের 'হিয়ারিং নোটিশ'। অভূতপূর্ব এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের চাচন্ড গ্রাম পঞ্চায়েত এলাকায়। খোদ বুথ লেভেল অফিসার (BLO) তথা স্কুল শিক্ষকের নামেই নির্বাচন কমিশনের হিয়ারিং নোটিশ জারি হওয়ায় প্রশাসনিক ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।
জানা গিয়েছে, সামশেরগঞ্জ ব্লকের চাচন্ড গ্রাম পঞ্চায়েতের ২১১ নম্বর বুথের বিএলও হিসেবে দায়িত্বে রয়েছেন আবু ওবায়দা বিন জাররাহ। পেশায় তিনি একজন স্কুল শিক্ষক। মঙ্গলবার সকালে তিনি যখন তাঁর বুথের প্রায় পঞ্চাশ জন ভোটারের বাড়িতে হিয়ারিং নোটিশ পৌঁছে দিচ্ছিলেন, তখনই তিনি দেখতে পান সেই তালিকায় রয়েছে তাঁর নিজের নামও।
দীর্ঘদিন ধরে নির্বাচনী কাজের সঙ্গে যুক্ত আবু ওবায়দা জানান, তিনি ১৯৯৯ সাল থেকে শিক্ষকতা করছেন। প্রথমে ডিজাইনেটেড অফিসার (DO) এবং বর্তমানে বিএলও হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০০২ সাল থেকে ভোটার তালিকায় তাঁর নাম রয়েছে এবং সমস্ত তথ্য ও বানান নির্ভুল। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “বিএলও হিসেবে নিয়োগের সময় নির্বাচন কমিশন আমার সমস্ত পরিচয়পত্র, ঠিকানার প্রমাণ এবং নথিপত্র যাচাই-বাছাই করেছে। সব ঠিক থাকার পরেও আমাকে কেন হিয়ারিং নোটিশ পাঠানো হলো, তা বোধগম্য হচ্ছে না।” আরও পড়ুনঃ 'বেঁচে থাকলে রবীন্দ্রনাথকেও লাইনে দাঁড় করাত' জয় গোস্বামীকে SIR-শুনানিতে ডাকা নিয়ে প্রতিক্রিয়া ব্রাত্যের
ঘটনাটিকে ‘চরম অপমানজনক’ এবং ‘প্রশাসনিক ত্রুটি’ বলে উল্লেখ করেছেন ওই শিক্ষক। নিজের বুথে নোটিশ বিলি করার পর নিজের নোটিশ নিজেকেই গ্রহণ করতে হওয়ায় চরম অস্বস্তিতে পড়েন তিনি।
শুধু বিএলও-ই নন, ওই একই বুথের গ্রাম পঞ্চায়েত সদস্য ওসিকুল আলমের নামেও হিয়ারিং নোটিশ পাঠিয়েছে কমিশন। একইসঙ্গে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এবং জনপ্রতিনিধির নাম সন্দেহভাজন তালিকায় আসায় এলাকায় ব্যাপক বিভ্রান্তি ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে, যদি খোদ বিএলও-র নথিতে গরমিল থাকার অভিযোগ ওঠে, তবে সাধারণ মানুষের হয়রানি কতটা হতে পারে, তা সহজেই অনুমেয়। এই ঘটনায় নির্বাচন কমিশনের ডেটাবেস এবং যাচাই প্রক্রিয়া নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে সামশেরগঞ্জ জুড়ে। আরও পড়ুনঃ 'সুকান্ত মজুমদার ফ্যাশন শোতে ব্যস্ত'- পরিযায়ী শ্রমিক হেনস্থা নিয়ে সুকান্তকে তুলোধনা অভিষেকের

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊