'ইডি পাঠিয়ে তৃণমূলকে জব্দ করা যাবে না, ভোটে জবাব দেবে জনগণ'- কোচবিহারে হুঙ্কার অভিষেকের
নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গে দলের সংগঠনকে চাঙ্গা করতে এবং বিজেপিকে কড়া বার্তা দিতে কোচবিহারের রণসংকল্প সভায় ঝাঁজালো বক্তব্য রাখলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কোচবিহারের রাসমেলা ময়দানের সভা থেকে তিনি স্পষ্ট জানিয়ে দেন, কেন্দ্রীয় এজেন্সির ভয় দেখিয়ে তৃণমূলকে দমানো যাবে না, বাংলার মানুষ ইভিএমেই এর জবাব দেবে।
বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই জেলা সফরে বেরিয়ে পড়েছেন অভিষেক। এদিন তিনি আত্মবিশ্বাসের সুরে বলেন, “চতুর্থবার এই রাজ্যে মা-মাটি-মানুষের সরকার প্রতিষ্ঠিত হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় ফের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন।” বিরোধীদের ‘শূন্য’ করার ডাক দিয়ে তিনি দলীয় কর্মীদের এখন থেকেই সর্বশক্তি দিয়ে প্রচারে নামার নির্দেশ দেন।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআই-এর অতিসক্রিয়তা নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করেন অভিষেক। তাঁর কথায়, “বিজেপি রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে ইডি পাঠিয়ে তৃণমূলকে জব্দ করতে চাইছে। তবে এবারের ভোটে জনগণই ওদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবে।” তিনি আরও বলেন, বিজেপি নেতারা ধর্মের রাজনীতি করলেও বাংলার মানুষ উন্নয়ন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরেই আস্থা রাখে।
সভার আগে কোচবিহারের ঐতিহ্যবাহী মদনমোহন মন্দিরে পুজো দেন অভিষেক। সেই প্রসঙ্গ তুলে তিনি বিজেপি নেতাদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, “গ্লীতায় ৭০০ শ্লোক রয়েছে, বিজেপি নেতারা কি একটিও বলতে পারবে? আমরা ধর্মের নামে বিভাজনের রাজনীতি করি না, আমরা মানুষের কাজ করি।”
এদিন প্রাক্তন সাংসদ নিশীথ প্রামাণিককেও নাম না করে কটাক্ষ করেন তিনি। অভিষেক বলেন, “একজন প্রাক্তন হয়েছেন, বাকি যাদের আছে, তাদেরকেও প্রাক্তন করতে হবে। কেউ অহংকার করবেন না।” পাশাপাশি, ভোটার তালিকা সংশোধন এবং এসআইআর (SIR) শুনানির নোটিশ প্রাপ্তদের নাম তালিকায় সুনিশ্চিত করার জন্য দলীয় কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। অভিষেকের সাফ কথা, বাংলার বকেয়া টাকা বাংলাতেই ফিরিয়ে আনা হবে এবং এবারের নির্বাচনে বিরোধীদের উচিত শিক্ষা দেওয়া হবে।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊