সরস্বতী পুজোকে সামনে রেখে মৃৎশিল্পীদের ব্যস্ততা তুঙ্গে
জলপাইগুড়ি: ১৬ ডিসেম্বর, ২০২৫
নতুন বছরের শুরুতেই অর্থাৎ আগামী ২৩শে জানুয়ারি অনুষ্ঠিত হবে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা। এই পুজোকে সামনে রেখে জলপাইগুড়ির মৃৎশিল্পীদের কারখানায় ফের উৎসবের আমেজ তৈরি হয়েছে। দুর্গা পুজো এবং কালী পুজোর পর কয়েক মাসের বিরতি কাটিয়ে শিল্পীরা এখন জোর কদমে সরস্বতী প্রতিমা তৈরির কাজে নেমে পড়েছেন।
মৃৎশিল্পীরা জানাচ্ছেন, বর্তমানে প্রতিমা তৈরির কাজ অনেকটাই এগিয়েছে। এখন চলছে খড়ের কাঠামোর উপর মাটির প্রলেপ দিয়ে প্রতিমার রূপ দেওয়া এবং মুখশ্রী তৈরি করার কাজ। কাজের গতি বাড়াতে বেশিরভাগ কারখানাতেই শিল্পীরা এখন দিন-রাত এক করে পরিশ্রম করছেন।
শহরের এক মৃৎশিল্পী জানান, "তেমনভাবে জিনিসের দাম বাড়েনি, তাই প্রতিমা গড়াতে আপাতত কোনো অসুবিধা হচ্ছে না। বায়নাও মোটামুটি ভালোই হয়েছে। এখন আমাদের প্রধান লক্ষ্য সরস্বতী প্রতিমা তৈরি শেষ করা।"
তিনি আরও বলেন, আবহাওয়া অনুকূল থাকায় রোদের তেজ ভালোই রয়েছে, ফলে মূর্তি শুকানো নিয়ে তেমন কোনো চিন্তা নেই। তবে শিল্পীরা ভবিষ্যৎ প্রতিকূল আবহাওয়ার কথা মাথায় রেখে আগাম প্রস্তুতি নিচ্ছেন। মৃৎশিল্পীরা জানাচ্ছেন, "আগামী কয়েক দিন পর হয়তো রোদের তেজ এমন থাকবে না, তখন মূর্তি বানাতে কষ্ট হতে পারে। তাই আমরা আগেভাগেই সরস্বতী মূর্তি গড়ার অনেকটাই কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি।" সব মিলিয়ে, জলপাইগুড়ির মৃৎশিল্পের পাড়ায় এখন দেবী সরস্বতীর আগমনের প্রস্তুতি তুঙ্গে।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊