বিশ্বের অন্যতম বৃহৎ সমাবেশ ‘বিশ্ব ইজতেমা’ নিয়ে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
আগামী বছরের শুরুতেই হুগলিতে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্বের অন্যতম বৃহৎ ও শান্তিপূর্ণ ধর্মীয় সমাবেশ ‘বিশ্ব ইজতেমা’। সেই সমাবেশ নিয়ে কড়া পদক্ষেপ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। যাতে কোনো সমস্যা সৃষ্টি না হয়, কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে কড়া পদক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায়ের।
সোমবার নবান্নে ইমামদের সঙ্গে মুখ্যমন্ত্রী একাধিক বিষয় নিয়ে বৈঠক করেছিলেন। সেখানেই এই সমাবেশের বিষয় নিয়ে নির্দেশ দিয়েছেন। আগামী বছরের শুরুতেই ২রা জানুয়ারি থেকে ৫ই জানুয়ারি পর্যন্ত এই ইজতেমা হবে। বিশ্বের বিভিন্ন দেশ, অংশ থেকে মানুষজন ওই ধর্মীয় সমাবেশে অংশ নেবেন বলে ইমামদের তরফে জানানো হয়েছে। চারদিনের ওই ধর্মীয় সমাবেশে প্রায় ১৮ থেকে ২০ লক্ষ মানুষ উপস্থিত হতে পারেন। ওই সমাবেশ যাতে সুষ্ঠুভাবে হয়, সেই বিষয়ে হুগলি জেলাশাসক ও প্রশাসনকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।
ইমাম সংগঠনের নেতারা ছাড়াও ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী-সহ অন্যান্যরা। সমাবেশে আগত মানুষদের থাকা, খাওয়ায় যাতে কোনওরকম সমস্যা না হয়, যোগাযোগ ব্যবস্থাও যাতে ঠিক থাকে, সেই নির্দেশ মুখ্যমন্ত্রী দিয়েছেন। এই সমাবেশ চলাকালীন কোনও অশান্তির আবহও যাতে না তৈরি হয়, সেদিকেও কড়া নজর রাখতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊