শিলিগুড়িতে লক্ষাধিক টাকার সিকিমের বিদেশি মদ উদ্ধার, গ্রেফতার তিন বিহারী পাচারকারী
শিলিগুড়ি: ১৬ ডিসেম্বর, ২০২৫
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ ফের একটি বড়সড় সাফল্য পেল। লক্ষাধিক টাকা মূল্যের সিকিমের তৈরি বিদেশি মদ উদ্ধার করলো ভক্তিনগর থানার অ্যান্টি ক্রাইম উইং। সিকিম থেকে মদ এনে তা বিহারে পাচারের একটি বড় চক্রের ছক বানচাল করা সম্ভব হয়েছে এই অভিযানের ফলে।
গোপন সূত্রে খবর পেয়ে ভক্তিনগর থানার অ্যান্টি ক্রাইম উইং এর পুলিশ চম্পাশারীর সমরনগর বউবাজার এলাকায় একটি ভাড়া বাড়িতে হানা দেয়। জানা যায়, এই এলাকাতেই বাড়ি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে সিকিমের বিদেশি মদ পাচারের অবৈধ কারবার চলছিল।
অভিযানের পর পুলিশ লক্ষাধিক টাকার বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করে এবং এই চক্রের সঙ্গে জড়িত তিন ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃত তিনজনের নাম হলো ওম প্রকাশ শা, অনুপ শা এবং শচীন কুমার। পুলিশ জানিয়েছে, ধৃত তিনজনই বিহারের জালালপুর এবং সারণ এলাকার বাসিন্দা। তারা বিহার থেকে শিলিগুড়িতে এসে ঘর ভাড়া নিয়ে এই পাচারের কাজ চালাচ্ছিল।
ধৃতদের বিরুদ্ধে যথাযথ ধারায় মামলা রুজু করে আজই জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। ভক্তিনগর থানার অ্যান্টি ক্রাইম উইং এর পুলিশ বর্তমানে তদন্ত করে দেখছে যে ধৃতরা এই বিপুল পরিমাণ মদ কোথা থেকে সংগ্রহ করেছিল এবং এই আন্তঃরাজ্য মদ পাচার চক্রে আর কারা জড়িত রয়েছে। পুলিশের এই সাফল্য বেআইনি মদ কারবারে একটি বড় ধাক্কা দিয়েছে।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊