Latest News

6/recent/ticker-posts

Ad Code

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে রাজ্যপালের বদলে মুখ্যমন্ত্রীকে আচার্য করার বিলে সম্মতি মিললো না রাষ্ট্রপতির

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে রাজ্যপালের বদলে মুখ্যমন্ত্রীকে আচার্য করার বিলে সম্মতি মিললো না রাষ্ট্রপতির 

Cm and governor


আচার্যপদে রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীকে বসানোর প্রস্তাব কার্যকর হল না। ২০০২ এর দু’টি সংশোধনী বিলে সম্মতি দিলেন না রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ফলে আপাতত রাজ্যের সহায়তাপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির আচার্যপদে কোনো পরিবর্তন হচ্ছে না। আচার্য পদে থাকছেন রাজ্যপালই।

গত ২০ এপ্রিল ২০২৪-এ রাজ্যপাল সিভি আনন্দ বোস পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় আইন (সংশোধনী) বিল, ২০২২ রাষ্ট্রপতির বিবেচনার জন্য পাঠিয়েছিলেন। সেই বিলে প্রস্তাব ছিল রাজ্যপালের পরিবর্তে রাজ্যের সহায়তা প্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলিতে আচার্য হিসেবে মুখ্যমন্ত্রী করা হোক। রাজ্য সরকার যুক্তি দিয়েছিল, এতে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে গতি আসবে এবং বিশ্ববিদ্যালয় পরিচালনায় সরকারের ভূমিকা আরও কার্যকর হবে। তবে কেন্দ্রীয় স্তরে বিলটি খতিয়ে দেখার পর রাষ্ট্রপতি দু’টি সংশোধনী বিলে সম্মতি দেননি। ফলে আচার্য পদে থাকছেন রাজ্যপালই।

রাজ্য ও রাজভবনের মধ্যে দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় পরিচালনা এবং উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে যে টানাপড়েন চলছিল, এর ফলে সেই বিতর্ক আরও এক ধাপ এগোল বলে মনে করছেন রাজনৈতিক ও শিক্ষামহলের একাংশ। বিশেষজ্ঞদের মতে, সংবিধান অনুযায়ী রাজ্যপাল পদাধিকার বলে বিশ্ববিদ্যালয়ের আচার্য হন। সেই ব্যবস্থায় পরিবর্তন আনতে গেলে সাংবিধানিক দিক থেকে বাড়তি সতর্কতা প্রয়োজন।

রাজ্য সরকার ভবিষ্যতে এই বিষয়ে নতুন করে কোনও সংশোধনী আনবে, নাকি আদালতের দ্বারস্থ হবে, সে দিকেই এখন নজর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code