Latest News

6/recent/ticker-posts

Ad Code

পিছিয়ে গেল WBSSC এর Group C & D -এর আবেদন প্রক্রিয়া

পিছিয়ে গেল WBSSC এর Group C & D -এর আবেদন প্রক্রিয়া

wbssc group C d


West Bengal School Service Commission এর Group C & D এর আবেদন প্রক্রিয়া ১৬ই সেপ্টেম্বর ২০২৫ থেকে শুরু হওয়ার কথা থাকলেও শুরু হলো না আবেদন গ্রহন। কমিশনের তরফে জানানো হয়েছে, খুব শীঘ্রই West Bengal School Service Commission এর Group C & D এর আবেদন প্রক্রিয়া সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হবে।

গত ২৯ অগস্ট এসএসসির তরফে জানানো হয়েছিল, ১৬ সেপ্টেম্বর থেকে আবেদন গ্রহণ করা হবে। চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। কিন্তু বুধবার, ১৭ সেপ্টেম্বর ফের এক বিজ্ঞপ্তি জারি করে তারা জানিয়েছে, এখনই আবেদন গ্রহণ করা সম্ভব হচ্ছে না। ফলে, স্কুলে স্কুলে গ্রুপ সি, গ্রুপ ডি পদে নিয়োগ পরীক্ষার আবেদনের সময়সীমা পিছাচ্ছে।

কমিশন সূত্রে খবর, পূজোর পর গ্রুপ সি ও ডি পদে নিয়োগের আবেদন গ্রহন প্রক্রিয়া শুরু হতে পারে। তবে হঠাৎই এই আবেদন প্রক্রিয়া পিছিয়ে যাওয়ায় হতাশ চাকরিপ্রার্থীরা। এর আগে স্কুল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল, গ্রুপ সি-র জন্য ২৯৮৯ এবং গ্রুপ ডি-তে নিয়োগের জন্য ৫৪৮৮ শূন্যপদ রয়েছে। সে জন্য নিয়োগ পরীক্ষা নেওয়া হবে শীঘ্রই। ফলে বহু প্রার্থী নিজেদের প্রস্তুতি নেওয়া শুরু করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code