Latest News

6/recent/ticker-posts

Ad Code

শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ শুরু করলো ভারতীয় মহিলা ক্রিকেট টিম

শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ শুরু করলো ভারতীয় মহিলা ক্রিকেট টিম

World Cup


শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ শুরু করলো ভারতীয় মহিলা ক্রিকেট টিম। টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। যদিও বৃষ্টির কারণে পুরো খেলা হয়নি। শেষমেষ ডার্কওয়ার্থ লুইস পদ্ধতি অনুসরণ করেই নির্ধারণ হয় ম্যাচের ভাগ্য। তাতেই ৫৯ রানে জয় পায় ভারত। ৪৭ ওভারে ভারতের ৮ উইকেটে ২৬৯ রানের জবাবে শ্রীলঙ্কার ইনিংস শেষ হয় ৪৫.৩ ওভারে ২১১ রানে। উল্লেখ্য শ্রীলঙ্কার জয়ের লক্ষ্য ছিল ২৭০ রান।

এদিন ভারতীয় ওপেনার স্মৃতি মান্দনা ব্যর্থ হন। ৮ রানে আউট হন তিনি। তবে অপর ওপেনার প্রতিকা ৩৭ রানের ইনিংস খেলেন। হারলিন দোয়েলের ৪৮ ও হরমনপ্রীতের ২১ রানের ইনিংস দলকে এগিয়ে নিয়ে যায়। খালি হাতে জেমিমা রড্রিগজ। তবে বাকি ম্যাচ টানলেন দিপ্তী শর্মা। নিজের ১৬ তম হাফ সেঞ্চুরি হাঁকালেন দিপ্তী। করেন ৫৩। রিচা ঘোষ ২ রানে আউট হন। ৫৭ রানের দুরন্ত ইনিংস খেলেন আমানজোট কৌর। স্নেহ রানা করেন ২৮। শ্রীলঙ্কার সফলতম বোলার রণবীরা ৪৬ রানে ৪ উইকেট নেন। উদেশিকা প্রবধানী ৫৫ রানে ২ উইকেট পেয়েছেন। ২৪ রানে ১ উইকেট আটাপাত্তুর। ৪২ রানে ১ উইকেট অচিনি কুলসূর্যের।


জবাবে ব্যাট করতে নেমে পেরেরা ১৮ রান করেন। অপর ওপেনার চামারি করেন ৪৩ রান। হর্ষিতা ১৯, নিলাক্সী করে ৩৫। একে একে পড়তে থাকে উইকেট। শেষমেষ ২১১ রানে অল আউট হয় শ্রীলঙ্কা। ৫৯ রানে জয় পায় ভারত। ব্যাটের পাশাপাশি বল হাতেও সফল হয়েছেন দীপ্তি। ৫৪ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। ৩২ রানে ২ উইকেট রানার। ৩৭ রানে ১ উইকেট আমনজ্যোতের। ৩৭ রানে ২ উইকেট চরনির। ৪১ রানে ১ উইকেট নিয়েছেন ক্রান্তি গৌড়। ৬ রানে ১ উইকেট রাওয়ালের।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code