Latest News

6/recent/ticker-posts

Ad Code

বেলুড়মঠে অষ্টমীর কুমারী পুজো, ভক্ত সমাগমে ভরে উঠল মঠ প্রাঙ্গণ

বেলুড়মঠে অষ্টমীর কুমারী পুজো, ভক্ত সমাগমে ভরে উঠল মঠ প্রাঙ্গণ

Belur Math


প্রথা মেনে অষ্টমীর সকালে রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কেন্দ্র বেলুড়মঠে অনুষ্ঠিত হলো কুমারী পুজো। এ বছর কুমারী হিসেবে নির্বাচিত হয়েছে শ্রীনিকা মুখোপাধ্যায়, বয়স মাত্র ৫ বছর ২ মাস। তাঁর বাবা লক্ষ্মী জনার্দন মুখোপাধ্যায় এবং মা মৌসুমী মুখোপাধ্যায়।

সকাল ৯টা নাগাদ আনুষ্ঠানিকভাবে কুমারী পুজোর সূচনা হয়। রামকৃষ্ণ পরম্পরায় কুমারী পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে—শুদ্ধতা ও দেবীর প্রতীক রূপে ছোট্ট কন্যাকে পূজা করা হয়। প্রতি বছরই অষ্টমীর অন্যতম আকর্ষণ হয়ে ওঠে এই অনুষ্ঠান।


অন্যান্য বারের মতো এবারও মঠ প্রাঙ্গণে ভক্তদের ঢল নামে। ভোর থেকে দীর্ঘ সারি দেখা যায় মূল মন্দির প্রাঙ্গণে। পূজো উপলক্ষে বিশেষ ভোগেরও আয়োজন করা হয়, যেখানে ভক্তদের জন্য পরিবেশিত হয় খিচুড়ি ও অন্যান্য প্রসাদ।


কুমারী পুজো উপলক্ষে বেলুড়মঠে ভক্তদের ভক্তি ও আবেগ এক অন্য আবহ তৈরি করে। পুজো শেষে মঠের সন্ন্যাসী মহারাজরা ভক্তদের উদ্দেশে ধর্মীয় বাণী প্রদান করেন। সারাদিনই উৎসবের আমেজে ভরে থাকে সমগ্র বেলুড়মঠ প্রাঙ্গণ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code