Latest News

6/recent/ticker-posts

Ad Code

বড় আটিয়াবাড়ী ২ নং অঞ্চলে বস্ত্র বিতরণে খুশির স্রোত

বড় আটিয়াবাড়ী ২ নং অঞ্চলে বস্ত্র বিতরণে খুশির স্রোত

Bara Atiabari


পুজোর মুখে হাসি ফোটালো বড় আটিয়াবাড়ী ২ নং অঞ্চলের বস্ত্র বিতরণ কর্মসূচি। এলাকার এক তৃণমূল কর্মীর বাড়ি প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠান যেন পরিণত হয়েছিল সামাজিক মিলনমেলায়।


উপস্থিত ছিলেন সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া, ৬ নং বিধানসভার বিধায়িকা সঙ্গীতা রায় বসুনিয়া, তৃণমূলের ২ নং অঞ্চল সভাপতি ইউনুস হক-সহ অন্যান্য নেতৃত্ব। তাদের উপস্থিতি শুধু অনুষ্ঠানের মর্যাদা বাড়ায়নি, পাশাপাশি স্থানীয় মানুষের মনে এনে দিয়েছে এক অন্যরকম আনন্দ।


কর্মসূচি থেকে প্রায় এক হাজার বস্ত্র বিতরণ করা হয়। নতুন কাপড় হাতে পেয়ে উজ্জ্বল হয়ে ওঠে শিশুদের মুখ, খুশি প্রকাশ করেন মহিলারাও। অনেকেই জানান, উৎসবের দিনে এই উপহার তাদের কাছে বড় প্রাপ্তি।


শুধু রাজনীতি নয়, সমাজের পাশে দাঁড়ানোই যে প্রকৃত দায়িত্ব সেই বার্তাই যেন ফুটে উঠল এদিনের বস্ত্র বিতরণ কর্মসূচিতে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code