আজ থেকে বিশ্বসেরার খেতাবি লড়াই শুরু ভারতীয় মহিলা ক্রিকেটের
দুর্গাষ্টমীতে বিশ্বজয়ের অভিযান শুরু ভারতীয় মহিলা ক্রিকেট টিমের। আজ ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হবে একদিনের মহিলা বিশ্বকাপের লড়াই শুরু। এ বার মূল আয়োজক ভারত। সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা। আটটি দল অংশগ্রহণ করছে মহিলাদের এক দিনের বিশ্বকাপে। রাউন্ড রবিন লিগের পর প্রথম চারটি দল উঠবে সেমিফাইনালে। ফাইনাল হবে ২ নভেম্বর।
এ বারের বিশ্বকাপে ভারত খেলবে যথাক্রমে শ্রীলঙ্কা (৩০ সেপ্টেম্বর), পাকিস্তান (৫ অক্টোবর), দক্ষিণ আফ্রিকা (৯ অক্টোবর), অস্ট্রেলিয়া (১২ অক্টোবর), ইংল্যান্ড (১৯ অক্টোবর), নিউ জ়িল্যান্ড (২৩ অক্টোবর) এবং বাংলাদেশ (২৬ অক্টোবর)।
১৯৭৩ সাল থেকে শুরু হয় মহিলা বিশ্বকাপ। এখনও পর্যন্ত ১২টি বিশ্বকাপ হয়েছে। সবচেয়ে বেশি সাত বার চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ড ট্রফি জিতেছে চার বার। একবার জয়ী হয়েছে নিউজিল্যান্ড। আর কোনো দেশ মহিলা বিশ্বকাপ জয় করতে পারেনি।
১৯৭৮, ১৯৯৭ এবং ২০১৩ ভারতে মহিলা বিশ্বকাপের আসর বসেছিল। ২০০৫ এবং ২০১৭ সালে ফাইনালে উঠলেও ট্রফি জেতা হয়নি। প্রথম বার অস্ট্রেলিয়ার কাছে এবং দ্বিতীয় বার ইংল্যান্ডের কাছে হারতে হয়েছিল। এবছর ভারত ও শ্রীলঙ্কায় আয়োজিত হতে চলেছে মহিলা বিশ্বকাপ। দেখা যাক কি করে ভারত। গত দু’-তিন বছরে সাদা বলের ক্রিকেটে অনেকটাই উন্নতি করেছেন হরমনপ্রীতেরা। বিশ্বের প্রথমসারির একাধিক ক্রিকেটার ভারতীয় দলে রয়েছেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊