Latest News

6/recent/ticker-posts

Ad Code

অষ্টমী তিথীতে চৌধুরীহাট শ্রী রামকৃষ্ণ আশ্রমে অনুষ্ঠিত হলো কুমারী পূজা

অষ্টমী তিথীতে চৌধুরীহাট শ্রী রামকৃষ্ণ আশ্রমে অনুষ্ঠিত হলো কুমারী পূজা

কুমারী পূজা


বাঙালির প্রিয় উৎসব দুর্গা উৎসব। জাতি ধর্ম নির্বিশেষে সকল বাঙালি মেতে উঠেন এই উৎসবে।

দুর্গা পূজার অন্যতম অঙ্গ হল কুমারী পূজা। রাজ্যের বেলুড় মঠ সহ অন্যান্য রামকৃষ্ণ মঠ গুলিতে মহাষ্টমী তিথিতে কুমারী পূজা হয়।

১৯০১ সালে স্বামী বিবেকানন্দ দুর্গাপূজার অষ্টমী তিথিতে বেলুড় মঠে কয়েক জন কুমারীকে পূজা করেন। তারও আগে স্বামীজি কাশ্মীরে মুসলমান ধর্মা অবলম্বী এক কিশোরীকে পূজা করেন এবং সষ্ঠাঙ্গে প্রনাম করেন।বেলুর মঠে স্বামীজীর কুমারী পূজার করা থেকেই বেলুড়মঠে এখনো মহাধুমধামের সঙ্গে কুমারী পূজা হয়ে আসছে।

চৌধুরী হাট শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে অনুষ্ঠিত হলো কুমারী পূজা। মূলত কুমারী পূজাকে কেন্দ্র করে চৌধুরী হাট শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে ভক্ত বৃন্দের ভির চোখে পরার মতো। 


দিনহাটা মহকুমার সীমান্তবর্তী গ্রাম চৌধুরী হাট। বাংলাদেশ বর্ডার লাগোয়া এই গ্রামের চৌধুরী হাট বাজার সংলগ্ন শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের মহারাজ মহারাজ স্বামী সেবানন্দ কি জানালেন শুনবো ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code