Latest News

6/recent/ticker-posts

Ad Code

একই পরিবারের তিনজনের রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

পুরাতন মালদায় একই পরিবারের তিনজনের রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

Three deathb


পুরাতন মালদা, ২৯ সেপ্টেম্বর:

পূজার শুরুতেই পুরাতন মালদা শহরের বাচামারি হালদারপাড়ায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। সোমবার সকালে একই পরিবারের মা, মেয়ে ও ছেলের রহস্যজনক মৃত্যু হয়েছে। মৃতরা হলেন রূপালী হালদার (২৭) এবং তাঁর দুই সন্তান, অয়ন হালদার (৬) ও ছয় মাসের রিমি হালদার।

অস্বাভাবিক অবস্থায় শোয়ার ঘর থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় রূপালী দেবীর স্বামী অসিত হালদারকে আটক করেছে মালদা থানার পুলিশ। স্থানীয় কাউন্সিলর শ্যাম মণ্ডল ঘটনাটিকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে বলেন, সপ্তমীর সকালে এলাকায় বিষাদের সুর নেমে এসেছে।

প্রতিবেশীদের ধারণা, মা হয়তো দুই সন্তানকে খুন করে নিজে আত্মঘাতী হয়েছেন। তবে স্বামী পাশের ঘরে থাকা সত্ত্বেও কেন এমন হলো, তা নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি খতিয়ে দেখছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code